সমাজের কথা ডেস্ক॥ রাজধানীর মহাখালীতে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার সময় গ্রেপ্তার হয়েছে দুই কিশোর।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার গ্রেপ্তার এই কিশোররা পুলিশকে বলছে, ৫০০ টাকার প্রলোভনে এই কাজে নেমেছিল তারা।
কোমল পানির বোতলে করে পেট্রোল এনে আমতলীতে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন দেয়ার সময় ১৩ ও ১৪ বছর বয়সি ওই দুই কিশোর ধরা পড়ে বলে পুলিশ জানিয়েছে।
বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন বলেন, “গাড়ির চালক খোলা পেট্রোলের গন্ধ পেয়ে পেছনে ফিরে দেখেন, দুই কিশোর পেট্রোল ঢালার পর আগুন ধরাতে যাচ্ছে।”
চালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুই কিশোর পালানোর চেষ্টা চালায়। কিন্তু জনতা ধাওয়া করে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
দুই কিশোরকে উদ্ধৃত করে ওসি বলেন, “নাখালপাড়ার নাসির নামে একজন তাদের ৫০০ টাকার লোভ দেখিয়ে এই কাজ করতে বলে এবং একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়।
“কাজ শেষ করার পর মোবাইলে যোগাযোগ করে টাকা নিতে হবে বলে তাদের জানানো হয়।”
হরতালের আগের দিন থেকে রাজধানীসহ সারাদেশে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
গাজীপুরে রোববার সন্ধ্যায় বাসে দেয়ার আগুনে দগ্ধ হয়েছেন এক নারী এবং তার নাতনী। সোমবার সেখানে একটি পিকআপভ্যানে দেয়া আগুনে দগ্ধ হয় এক কিশোর।
ওই তিনজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত কিশোরের দেহের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জাতীয় গাড়িতে আগুন দিলে ‘৫০০ টাকা’