নিজস্ব প্রতিবেক : সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মো.আকরামুজ্জামান সভাপতি ও একাত্তর টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন মোট আটটি পদের মধ্যে চারটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট চলে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত। সংগঠনের ৫৯ ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. আকরামুজ্জামান পান ৩৮ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এম. আইউব পান ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ পান ৩১ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা মুন্না পান ২৭ ভোট। সহ-সভাপতি দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার বিএম আসাদ পান ৪১ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী রকিবুল ইসলাম পান ১৭ ভোট।
নির্বাহী সদস্য মোস্তফা রুহুল কুদ্দুস পান ৩০ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হানিফ ডাকুয়া পান ২৬ ভোট। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান কবির বাবু ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা গণেশ চন্দ্র বসু, নির্বাচন পরিচলানা কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও নূর ইসলাম।
এর আগে যুগ্ম-সম্পাদক পদে গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক পদে জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ পদে এম এ আর মশিউর এবং ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।