৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
যশোরে কাল শুরু হচ্ছে ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক : যশোরে আগামীকাল ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপী দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এ নাট্যোৎসব হবে। ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন এ তথ্য জানান।

তিনি জানান, ‘সংস্কৃতি জাগরূক প্রাণ— থিয়েটার শিখা অনির্বাণ’ স্লোগানকে সামনে রেখে এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রার নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নাট্যজন মাসুম রেজা ও সালাউদ্দীন লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানের পর টাউন হল ময়দানের শতাব্দী বটমূলে রওশন আলী মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘বিদ্রোহী মাইকেল মধুসূদন’।

২৩ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে ঢাকা নাটুকে থিয়েটার গ্রুপের প্রযোজনায় ‘ঠাকুর ঘরে কে রে’, ২৪ ফেব্রুয়ারি দেশনাটক ঢাকার প্রযোজনায় ‘পারাপার’, ২৬ ফেব্রুয়ারি শব্দ থিয়েটার যশোরের প্রযোজনায় ‘শয়তান’, ২৭ ফেব্রুয়ারি— থিয়েটার ক্যানভাস যশোরের প্রযোজনায় ‘ওথেলো রিটার্নস’, ২৮ ফেব্রুয়ারি— বিবর্তন যশোরের প্রযোজনায় মাতব্রিং, ২৯ ফেব্রুয়ারি— শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার প্রযোজনায় ‘কী চাহ শঙ্খচিল’, ১ মার্চ বাতিঘর থিয়েটার ঢাকার প্রযোজনায় ‘মাংকি ট্রায়াল’, ২ মার্চ প্রাচ্যনাট্য ঢাকার প্রযোজনায় ‘কইন্যা’, ৩ মার্চ— ভারতের মধ্যমগ্রামের নৃত্যবিতানের প্রযোজনায় ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’, ৪ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের অভিমুখ’র প্রযোজনায় ‘অনাগত’, ৫ মার্চ তির্যক যশোরের প্রযোজনায় ‘মহাকবি মাইকেল’, ৬ মার্চ— ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক চট্টগ্রামের প্রযোজনায় ‘ইডিপাস’, ৭ মার্চ— কথাঘেরা নেপালের প্রযোজনায় ‘উলঝান’ ৮ মার্চ— জাগরনী থিয়েটার, ঢাকা সাভারের প্রযোজনায় ‘রাজার চিঠি এবং সমাপনী দিন ৯ মার্চ মঞ্চস্থ হবে জেলা শিল্পকলা একাডেমি যশোরের প্রযোজনায় ‘শর্মিষ্ঠা’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থিয়েটার ক্যানভাস যশোরের উপদেষ্টা ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মঞ্জু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram