কামরুজ্জামান, বাগেরহাট : মোড়েলগঞ্জের ভাটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছকাটার ৯৮ দিন পর তদšত্ম প্রতিবেদন গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা প্রাথমিক শিড়্গা অফিসে জমা হয়েছে। রোববার জেলা প্রাথমিক শিড়্গা অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ আগস্ট সরকারি ছুটির দিন থাকায় সকালে ভাটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক ও প্রধান শিড়্গক আব্দুল হান্নান প্রজাতির গাছ কেটে বিক্রির সময় এলাকাবাসী দেখে শিড়্গা অফিসে অভিযোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার কাটা গাছ গুলো নিলামে বিক্রি করেন। এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশ হলে উপজেলা প্রাথমিক শিড়্গা অফিসার জালাল উদ্দিন খান সহকারী উপজেলা শিড়্গা অফিসার রিপন চন্দ্র মন্ডল কে আহ্ববায়ক ও অসিত কুমার বর্¤্নণ কে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট একটি তদšত্ম কমিটি গঠন করে দশ কর্ম দিবসের মধ্যে তাদের রির্পোট দাখিলের নির্দেশনা দেন।
দেরিতে হলেও তদšত্ম রিপোর্ট জমা হয়েছে।
তদšত্ম কমিটির আহবায়ক রিপন চন্দ্র মন্ডল বলেন, তদšত্মকালে গাছ কাটার প্রমান পেয়েছি, প্রধান শিড়্গক কর্তৃপড়্গরে অবগতি ছাড়া গাছ কেটেছেন।
উপজেলা শিড়্গা অফিসার জালাল উদ্দিন খান জানান, আমার হাতে ইতোমধ্যে তদšত্ম রিপোর্ট এসেছে আমি জেলা অফিসে পাঠিয়ে দেব।
জেলা প্রাথমিক শিড়্গা অফিসার মোহাম্মদ শাহ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিবেদন রিপোর্ট পেয়েছি। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপড়্গ বরাবর প্রেরণ করবো।