১৩ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
শাহীন চাকলাদার এমপি
বঙ্গবন্ধু’র আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাহীন চাকলাদার এমপি


নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, জাতির জনক যে আদর্শ রেখে গেছেন তা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে অনুসরণ করার পাশাপাশি কর্মের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। বঙ্গবন্ধু ব্যক্তিগত জীবনে ছিলেন সৎ, রাজনৈতিক জীবনের সাহসী, পারিবারিক জীবনের স্বচ্ছ, জাতীয় জীবনে অত্যন্ত দূরদর্শী এবং আন্তর্জাতিকতার ক্ষেত্রেও তিনি ছিলেন ন্যায়ের প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


রোববার বিকেলে জিলা স্কুল বটতলা মোড়ে যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ যশোর জেলা শাখার সদস্য জয়নাল আবেদীন মুক্তার আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


বিএনপিকে উদ্দেশ্য করে শাহীন চাকলাদার এমপি বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। পঁচাত্তরে আমরা ক্ষমতা হারিয়েছি, তখন তো ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেয়নি। ২০০১ সালে আমাদের ক্ষমতা চলে গেছে। তখনও তো ক্ষমতায় বসিয়ে দেয়নি ভারত। যারা ভারতের হস্তক্ষেপের কথা বলেন, তাহলে একাত্তর সালে কী হয়েছিল? ভারত আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল, তাদের সৈন্যরা রক্ত দিয়েছে, আমাদের লোকজনকে শরণার্থীদের আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেটা কি অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ নয়? সময় আছে সঠিক পথে চলেন বিএনপি।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, পৌর কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন, যশোর সদর উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, যুবলীগ নেতা এসএম শাহীদ চঞ্চল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ যশোর জেলা শাখার সদস্য জয়নাল আবেদীন মুক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী ও সদস্য মশিয়ার রহমান সাগর, জেলা নেতা রেজাউল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, নেতা নাজমুল ইসলাম পিকুল, হাসান ইমাম বাবলু, ফিরোজ শেখ, জাহাঙ্গীর আলম জানু, গোলাম রব্বানী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নিয়ামত উল্লাহ, যুবমহিলা লীগনেত্রী শেখ সাদিয়া মৌরিন, ছাত্রলীগ নেত্রী তানিশা আক্তার রুমকী প্রমুখ।


এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর ঘোপ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিল্যাবের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল বিশ্বাস, পরিচালক সিরাজুল ইসলাম, যশোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, নেতা রবিউল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, ঘোপ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম প্রমুখ।


এছাড়াও যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে নতুন খয়েরতলার সাইয়্যেদুনা মুহাম্মাদুর রসুলুল্লাহ (সা.) ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব।


উপস্থিত ছিলেন, যশোর সদর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম, এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ অনিন্দ্য হাসান, আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তারেক হাসান দিপু, পৌর ছাত্রলীগের সদস্য সাকী যাওয়াদ, মাদরাসার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মামুন হোসেন। সার্বিক আয়োজনে ছিলেন, ছাত্রলীগ নেতা আলভী কবির, তানভীর হাসান খালিদ, হাফিজুর রহমান, সানজিন হাসান অনিক।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram