১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
প্রাণের উচ্ছ্বাসে যশোরে বসন্ত বরণ
প্রাণের উচ্ছ্বাসে যশোরে বসন্ত বরণ


মনিরুজ্জামান মনির : ফাল্গুনের প্রথম দিনে প্রাণের উচ্ছ্বাসে বসন্ত বরণ করেছেন যশোরবাসী। প্রকৃতির পাশাপাশি দিনটি ঘিরে রঙিন সাজে সেজেছিলেন নানা বয়সী মানুষ। নানা আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল থেকে এই জেলায় বসন্ত বরণ উৎসব ও ভালোবাসা দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে সকালে যশোর পৌর পার্কে রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপঙ্কর দাস রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, স্বপ্ন দেখো সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান জহির ইকবাল নান্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রক্তদান উৎসব-২০২৩ এর আহ্বায়ক অজয় দত্ত ও সদস্য সচিব গোপাল চন্দ্র বিশ্বাস।


যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি, থ্যালোসেমিয়া ও হিমোফিলিয়া সমিতি, উৎসব কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ও আমার যশোরের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রক্তদান করেন। পরে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ব ভালোবাসার শ্রেষ্ঠ উপায় হিসেবে সবাইকে রক্তদানে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।


এদিকে বিকালে পৌর পার্কে উদীচী সংসদ যশোরের আয়োজনে এবং টাউন হলময়দানে বসন্ত উৎসবের আয়োজন করে। বিকাল থেকে রাত অবধি নৃত্যের ছন্দময় তালে সুরের মূর্ছনায়, আনন্দ দোলায় পৌর উদ্যান ও টাউন হল ময়দান গান-নাচের মধ্যে দিয়ে বসন্তকে বরণ করে নেয়া হয়। এছাড়া বাহারি ফুল ও রঙিন পোশাকে তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠে পৌর উদ্যান, কালেক্টরেট পার্ক, এম এম কলেজসহ বিনোদন স্থানগুলো।


যশোর পৌর উদ্যানের সবুজ চত্বরে নাচে, গানে, কথায় ও কবিতায় মাতিয়ে বরণ করেন বসন্তকে। অনুষ্ঠানে সমবেত গান করেন, আজি দখিন দুয়ার (রবীন্দ্র.), মধুর বসন্ত (মাইকেল), আশ্বিন ফাগুন মাসে (ইভা প্রিয়ন্তী, শ্রাবন্তী ও বুশরা), ফুলে ফুলে ঢলে ঢলে (ছোটরা), আহা কি আনন্দ (ছোটরা), ওরে ভাই ফাগুন লেগেছে (বড়রা), বসন্ত এলো এলো (বড়রা)। বৃন্দআবৃত্তি করেন, আমার এ দেশ (ছোটরা)।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram