৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
প্রাণের উচ্ছ্বাসে বসন্ত আর ভালবাসা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। প্রকৃতির দক্ষিণা দুয়ারে ফাগুনের হাওয়া, কোকিলের মধুর কুহুতান, ফুলে ফুলে ভ্রমরের খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা, ফুটন্ত আমের মুকুল, গাছগাছালিতে নতুন নতুন কুড়ি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও নাগলিঙ্গমের ফুটে ওঠা—এ সবই যেন ঋতুরাজকে স্বাগত জানানোর আয়োজন। প্রকৃতির বর্ণিল সাজ ও আয়োজনে সেজেছে যশোর।

তাইতো ভালোবাসা দিবসকে ধারণ করে ফাগুনের প্রথম দিনে প্রাণের উচ্ছ্বাসে বসন্ত বরণ করেছেন যশোরবাসী। প্রকৃতির পাশাপাশি দিনটি ঘিরে রঙিন সাজে সেজেছিলেন সব বয়সী মানুষ। নানা আয়োজনের মধ্যে দিয়ে গতকাল যশোরে বসন্ত বরণ উৎসব ও ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে।

বুধবার বিকেলে পৌর উদ্যানে উদীচী আর টাউন হল ময়দানে পুনশ্চ’র আয়োজনে তরুণ তরুণীসহ নারী—শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি ছাপিয়ে যায় গোটা শহর। সাংস্কৃতিক পরিবেশনায় বসন্তের বার্তা ছড়িয়ে যায় চারিপাশে। বাসন্তী রঙে আর ফুলে ফুলে সেজে সকলেই বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে।

বুধবার দুপুর গড়িয়ে যাওয়ার পর থেকেই সকলের গন্তব্য ছিল পৌর উদ্যান। হাজার হাজার দর্শক হৃদয় রাঙাতে পৌর উদ্যানে মিলিত হন প্রাণে প্রাণে। বিকেল ঠিক ৪ টা ১৫ মিনিটে শুরু হয় উদীচীর বসন্তবরণের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বসন্ত বরণে শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন ‘মধু বসন্ত এসেছে মধুরও মিলন ঘটাতে আমাদের ...’।

টানা তিন ঘণ্টার অনুষ্ঠানে প্রায় ৩শ’ শিল্পী অংশ নেন সংগীত, নৃত্য আর আবৃত্তিতে। বসন্ত নিয়ে লেখা গান, আর গানের সাথে নৃত্য এবং আবৃত্তিতে সকলেই বিমোহিত হন।

এদিকে বিকেল সাড়ে ৪টায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে শুরু হয় পুনশ্চ’র অনুষ্ঠান। সাড়ে চারটা থেকে টানা সাড়ে তিন ঘণ্টা চলে এই অনুষ্ঠান। তিন শতাধিক শিল্পী অংশ নেন পুনশ্চের বসন্ত বরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানের মাঝে স্থানীয় সরকার যশোরের উপ—পরিচালক রফিকুল হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য আর আবৃত্তি।

এদিকে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যশোর ইনস্টিটিউ নাট্যকলা সংসদের আয়োজনে যশোর ইনস্টিটিউটের ভূপতি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় সময় উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুসহ নেতৃবৃন্দ।

এদিকে, বিশ্ব ভালোবাসা দিবসে জুম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুম বাংলাদেশ যশোর বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী মানুষের মাঝে গোলাপ ফুল উপহার দিয়ে ভালোবাসা দিবসকে উদযাপন করেছে। এ সময় এসব মানুষ ফুল উপহার পেয়ে খুব আনন্দিত ও গর্ববোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ যশোর শাখার উপদেষ্টা শেখ রায়হান হোসেন বাবু, ডোনার রোটারিয়ান মো. জিল¬ুর রহমান মানিক, জুম বাংলাদেশ যশোর শাখার সাধারণ সম্পাদক মো. মনজুরুল আহসান সাগর, ভলেন্টিয়ার ও ডোনার নুপুর, মোহাম্মদ নুর, মো. মামুনুর রশিদ, মো. হারুন, ওমর ফারুক, মোহাম্মদ আসাদ, আখতারুজ্জামান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram