৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নৌকার মনোনয়ন প্রাপ্তিতে উৎসব আনন্দ

সমাজের কথা ডেস্ক : আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মিরা। আনন্দ মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণ হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের রিপোর্টে—

ঝিকরগাছা পৌর প্রতিনিধি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—২ (চৌগাছা—ঝিকরগাছা) আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিনকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঝিকরগাছায় আনন্দ মিছিল হয়েছে।

রোববার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পরপরই একটি আনন্দ মিছিল বের করে ঝিকরগাছা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি ঝিকরগাছা বাজারের জননী সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পারবাজার থানা মোড় হয়ে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা যুবলীগ সদস্য মনিরুজ্জামান সোহাগ, আব্দুল বারিক, শাহেদুর রহমান শিপলু, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান, পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, উপজেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশানুর রহমান, মৎস্যজীবী লীগ সভাপতি ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক প্রমুখ।

আশাশুনি প্রতিনিধি জানান, সাতক্ষীরা ৩ আসনে (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ) সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি কে ৪র্থ বারের মতো নৌকা প্রতীকে মনোনীত করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আশাশুনিতে দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল এর নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন ও এস এম হুমায়ুন কবীর সুমনের সার্বিক সহযোগিতায় শতশত নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল্যাহেল বাকি বাচ্চু, রাজু আহমেদ পিয়াল, শংকর সরকার, ঈশ্বর চন্দ্র মণ্ডল, মনোরঞ্জন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান বিপুল, ফুলবাবু, তাঁতী লীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল, মৎস্যজীবী লীগের সভাপতি হাবিবুর রহমান, খায়রুল ইসলাম, যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, মহানন্দ সরকার, আক্তারুল ইসলাম, দেবব্রত মণ্ডল, জিয়ারুল, কৌশিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা শাওন, মিলন, আশিক প্রমুখ।

শরণখোলা প্রতিনিধি জানান, বাগেরহাট—৪ (শরণখোলা—মোরেলগঞ্জ) আসনে নৌকার মনোয়নয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। রোববার বিকেলে গণভবন থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের চুড়ান্ত তালিকায় সোহাগের নাম ঘোষণা করা হয়।

এই ঘোষানার পর থেকেই শরণখোলা ও মোরেলগঞ্জে সোহাগের কর্মী—সমর্থকরা তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। দুই উপজেলাতেই সোহাগ সমর্থকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

সংসদীয় আসন—৯৮ ও বাগেরহাট—৪ শরণখোলা—মোরেলগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান এমপি আমিরুল আলম মিলন এবং জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ ১৩ জন।

এদের মধ্যে প্রধান আলোচনায় ছিলেন আমিরুল আলম মিলন ও সোহাগ। অবশেষে সকল জল্পনা—কল্পনার অবশান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকার মাঝি হিসেবে সোহাগের নাম ঘোষণা করেন।
নৌকার মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি চির কৃতজ্ঞ।

আমরা সবাই নৌকার কর্মী। সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানাই। আমি নৌকা পাওয়ায় অতিউৎসাহী হয়ে আমার কোনো নেতাকর্মী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

বর্তমান এমপি আমিরুল আলম মিলন তার প্রতিক্রিয়ায় বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে আমাদের কিছুই করার নেই। নেত্রী যাকে ভালো মনে করেছেন তাকে নৌকা দিয়েছেন। আমি নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবো।

ফুলতলা (খুলনা) প্রতিনিধি জানান, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ফুলতলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকালে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে শুভেচ্ছা জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. কামরুজ্জামান নান্নু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, যুবলীগ সভাপতি এস কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, জাহিদ বিশ^াস, গোলাম সরোয়ার মুন্সী, আঃ গণি গাজী, সৈয়দ তুরাণ হোসেন, ফেরদাউস হোসেন বেলু, হুমায়ুন কবির মোল্যা, মেহেদী আনামর রঞ্জু, মাহাবুব হোসেন, তুষার হোসেন, খায়রুল আলম সবুজ, রিফাত কাজী, আসলাম হোসেন, জহির কাজী, মিরাজুল ইসলাম বাধন, শুভ সেন প্রমুখ।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার ৪ টি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নতুন মুখ হওয়ায় এলাকায় চলছে আনন্দ মিছিল ও মিষ্টির ছড়াছড়ি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে নতুন পুরাতন মিলিয়ে আওয়ামী লীগের ৪৬ জন নেতার মনোনয়ন ফরম জমা দেয় নেতাকর্মীরা। যাচাই বাছাই শেষে সাতক্ষীরার ৪ আসনের মধ্যে ৩ জন নতুন মুখ দলীয় মনোনয়ন পাওয়ায় মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সাতক্ষীরা সদর, কলারোয়া, কালিগজ্ঞ ও শ্যামনগর সহ বিভিন্ন উপজেলায় চলছে মিষ্টি খাওয়ানো আর আনন্দ মিছিল ও মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যেখানে সাতক্ষীরার ৪ টি আসনের মধ্যে ৩ জনই নতুন মুখ। একমাত্র সাতক্ষীরা ৩ আসনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক চতুর্থ বারের জন্য দলীয় মনোনয়ন পেলেন ।

বিগত দুইবারের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ (তালা—কলারোয়া) আসনের ওয়ার্কাস পার্টির দখলে থাকা এই আসনটির দলীয় মনোনয়ন পেয়েছে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।

সাতক্ষীরা—২ সদর আসনে আওয়ামী লীগের টানা দুই বারের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে সরিয়ে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু।

সাতক্ষীরা ৩ আসন অপরিবর্তিত থাকলেও সাতক্ষীরার ৪ আসনের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন।

দলীয় এই নমিনেশনে সাতক্ষীরার সংসদীয় আসনে নতুন মুখ দেওয়ায় খুশি তৃনমূলের নেতাকর্মীরা। মিষ্টি বিতরণ ও মিছিলের প্রস্তুতি গ্রহন করছে নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram