নেংগুড়াহাট, মনিরামপুর প্রতিনিধি : মনিরামপুর উপজেলার নেংগুড়াহাটের মোবারাকপুর গ্রামের জমিজমা নিয়ে আপন ছোট ভাইকে কুপিয়ে ও মারপিট করে গুরুতর জখম করেছে বড় ভাই ও ভাবি।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে জানা যায় মণিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের শের আলী মোড়লের মৃত্যুর পর জমিজমা ভাগবাটোরা নিয়ে দুই ছেলে আসাদুজ্জামান ও জয়নাল এর মধ্যে দির্ঘদিন বিরোধ চলে আসছে।
সেই বিরোধীদের ধরে ৮ ফেব্রুয়ারি দুপুরে আসাদুজ্জামান রাজগঞ্জ বাজারে আসার পথিমধ্যে ঘোষপাড়া পূজা মন্দিরের সামনে পৌঁছালে জয়নাল ও তার স্ত্রী আসাদুজ্জামানকে মারপিট করে। স্থানীয়রা আসাদুজ্জামানকে আহত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসাদুজ্জামানের পরিবার সূত্র জানায়, তার শরীরের পেছনে কোপের চিহ্ন রয়েছে ও মাথা ফেটে গেছে।