২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নারীদের অনূর্ধ্ব—১৯ ত্রিদেশীয় সিরিজে ফাইনালে বাংলাদেশ

সমাজের কথা ডেস্ক : নারীদের অনূর্ধ্ব—১৯ ত্রিদেশীয় সিরিজে রোমাঞ্চকর এক জয় তুলে নিল বাংলাদেশ। শেষ ওভারে প্রতিপক্ষ শ্রীলংকার দরকার ছিল ৯ রান, হাতে ৭ উইকেট। তবে সহজ এই লক্ষ্য পেরোতে পারেনি শ্রীলংকা। তারা হেরে গেছে ১ রানে।

জান্নাতুল মাওয়া শেষ ওভারে আক্রমণে এসেছিলেন। জান্নাতুলের সেটি ছিল প্রথম ওভার। বোলিংয়ে এসে প্রথমেই নো বল দেন তিনি। সেই বলে ২ রান নেয় শ্রীলংকার মেয়েরা। পরের বলেও ২ রান দেন তিনি। অর্থাৎ, ১ বলে আসে ৫ রান। শেষ ৫ বলে দরকার হয় ৪ রান, হাতে সেই ৭ উইকেট।

ব্যাপক চাপের এই পরিস্থিতিতে নিজেকে দারুণভাবে সামলে রাখেন জান্নাতুল। ৫ বলে মাত্র ২ রান দেন তিনি। ১টি উইকেট নেন ও রানআউট করেন তিনি। ১ রানের জয় নিয়ে পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে আয়োজিত অনূর্ধ্ব—১৯ নারী ত্রিদেশীয় টি—টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram