৩রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ক্রিকেট খেলা
দেশ ক্রিকেট একাডেমি ও উষা স্পোর্টিং ক্লাবের জয়



নিজস্ব প্রতিবেদক : রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বিতীয় বিভাগ (টায়ার-২) ক্রিকেট লিগে শুক্রবার জয় পেয়েছে দেশ ক্রিকেট একাডেমি ও উষা স্পোর্টিং ক্লাব। যশোর উপশহর ক্রীড়া উদ্যানে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে দেশ ক্রিকেট একাডেমি ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটকে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২৫ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে দেশ ক্রিকেট একাডেমি। দলের দেবা ৮৮, রিমন ৫৩, মিকাইল ৪৪, নাজমুল হোসেন ৪৩, রনি ৪২ রান করেন। অতিরিক্ত থেকে আরও ৩৯ রান আসে। বল হাতে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটের সাকিরম্নল ৩টি, সাহাদৎ কামাল ২টি, রায়হান ও জাহিদ ১টি করে উইকেট নেন।


জবাবে নির্ধারিত ২৫ ওভাবে ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১৪৬ রান করে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউট। দলের ওমর ৬০ রান করেন। অতিরিক্ত থেকে আরও ৩৭ রান আসে। বল হাতে দেশ ক্রিকেট একাডেমির রকি ও রাব্বি ২টি করে, রবিউল, নাজমুল, আনারম্নল ১টি করে উইকেট নেন।


দিনের দ্বিতীয় ম্যাচে উষা স্পোর্টিং ক্লাব ২ উইকেটে হারিয়েছে মধুমিতা ক্রীড়া চক্রকে। টসে জিতে ব্যাটিংয়ে নামে মধুমিতা ক্রীড়া চক্র। তারা ২৫ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৩৭ রান করে। দলের সুমন ৪৩, সুমন ঘোষ ৪১, রমজান হোসেন ৩১, ইকরামুল ২৬ রান করেন। অতিরিক্ত থেকে আরও ৬২ রান আসে। বল হাতে উষা স্পোর্টিং ক্লাবের রম্নবেল ও রিপন হোসেন ২টি করে, নাসিব হাসান ১টি উইকেট নেন।


জবাবে ২৪ ওভার ৩ বলে ২উইকেট থাকতে ২৩৮ রানে জয় নিশ্চিত করে উষা স্পোর্টিং ক্লাব। দলের মাজাহারম্নল ৭১, জাহিদ হাসান ৩৯, ইমরান হোসেন ২৫ রান করে। অতিরিক্ত থেকে আরও ৪৫ রান আসে। বল হাতে মধুমিতা ক্রীড়া চক্রের কাজল ৪টি, বর্ষণ ও মেহেদী হাসান ২টি করে উইকেট নেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram