৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
দেবশ্রীর আক্ষেপ
74 বার পঠিত

সমাজের কথা ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’—এ সম্প্রতি মুক্তি পেয়েছে টলিউডের গুণী অভিনেত্রী দেবশ্রী রায় অভিনীত ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’। এ সিরিজ, নিজের ক্যারিয়ার ও টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে উঠে এসেছে তার পদ্মশ্রী না পাওয়ার আক্ষেপ।

‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে কী রকম প্রতিক্রিয়া পেলেন— এমন প্রশ্নে দেবশ্রী বলেন, ‘সত্যি বলছি, ট্রেইলার প্রকাশের পর থেকে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। কনসেপ্টটা দর্শকের পছন্দ হচ্ছে। সবে সিরিজ়টা মুক্তি পেয়েছে। এখনো নিজে দেখার সুযোগ পাইনি। আশা করছি, খুব জলদি জানতে পারব।’

<<আরও পড়তে পারেন>> সারাদেশে ‘মুজিব’—এর উন্মুক্ত প্রদর্শনী ১৭ ফেব্রুয়ারি হতে

এই প্রথম ওয়েব সিরিজ়ে অভিনয় করলেন। রাজি হওয়ার পর মনের মধ্যে কোনও ভয় কাজ করেছিল?— জবাবে অভিনেত্রী বলেন, ‘একদম নয়। আমি কিন্তু এক সময় ছবির পাশাপাশি সিরিয়াল করতাম। তখন ছবির নায়িকারা সিরিয়াল করতেন না। কিন্তু পর পর ‘‘দেনাপাওনা’’, ‘‘বিরাজ বৌ’’, ‘‘নগরপারে রূপনগর’’ ইত্যাদি করেছিলাম। ওদিকে মুম্বাইয়ে ‘‘মহাভারত’’ করেছি। নতুন কিছু করতে আমি সব সময়েই মুখিয়ে থাকি।’

হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে আপনি দেখতে গিয়েছিলেন। এর মধ্যে তার সঙ্গে কোনো কথা হয়েছে নাকি? জানতে চাইলে মিঠুনের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করা দেবশ্রী বলেন, ‘এই তো সরস্বতী পূজার দিন দেখে এলাম। খুব ভালো আছেন। হাসপাতালে বসেই বলছিলেন যে, দ্রুত শুটিং শুরু করবেন। কিন্তু আমি বলেছিলাম চিকিৎসকরা এখন বিশ্রাম নিতে বলেছে। শুনে বললেন, ‘‘ধুস! ডাক্তাররা ও সব বলে।’’ মিঠুনদা চিরকাল ফুল অফ এনার্জি (হাসি)।’

রানি মুখার্জি আপনার বোনঝি। রানি এখন বলিউডে নারীকেন্দ্রিক ছবির নিজস্ব একটা ঘরানা তৈরি করেছেন। ‘মর্দানি’ বা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিগুলো প্রশংসিত। এ রকম নারীকেন্দ্রিক ছবিতে অভিনয় করতে ইচ্ছে করে না? এ বিষয়ে জানতে চাইলে তিনি পাল্টা জানতে চান, ‘কেউ ভাবছেন কই? টলিউডে দেবশ্রী রায়কে নিয়ে কেউ ভাবেন? কেউ ভাবছেন না!’

এটা কী কোনো আক্ষেপ থেকে বললেন?— জবাবে দেবশ্রী বলেন, ‘ভাবলে তো এতদিনে নিশ্চয়ই সে রকম ছবি হয়তো করে ফেলতাম। বলছি তো, চ্যালেঞ্জিং চরিত্র হলে আমি এখনও রাজি। ‘‘১৯শে এপ্রিল’’—এর মাধ্যমে ২০ বছর পরে সিনেমা হলের সামনে নাকি গাড়ি এসে থেমেছিল। কারণ তার আগে এমন পরিস্থিতি হয়েছিল যে, ভদ্রলোকে সিনেমা হলে ঢুকতেন না। উত্তমকুমারের প্রয়াণের পর বাংলা ইন্ডাস্ট্রির সিংহভাগ স্টুডিওতে বড় বড় তালা ঝুলত। কোনো কাজ ছিল না। কখন দর্শক আবার সিনেমা দেখতে শুরু করলেন? আমার সঙ্গে তাপসের (তাপস পাল) জুটির হাত ধরে। সেই ছবির নাম ‘দাদার কীর্তি’।’

দেবশ্রী রায় হয়ে ওঠার লড়াইটা বেশ কঠিন ছিল?— জানতে চাইলে টলিউডের গুণী এ অভিনেত্রী বলেন, ‘কিন্তু তাতে আর কী হল? দেবশ্রী রায় কি পদ্মশ্রী পেয়েছেন? না পাননি। এখান থেকে আমি অন্য কোনো সেরার সম্মানও পাইনি। জাতীয় পুরস্কারজয়ী এবং আন্তর্জাতিক পরিচিতি পাওয়া দেবশ্রী রায়কে হয়তো ওগুলো দেওয়া যায় না। মাঝে মাঝে মনে হয়— আমি মরাঠি, কিন্তু জন্মেছি আর বড় হয়েছি কলকাতায়! আমার মনে হয়, আমি যোগ্য নই তাই হয়তো পাইনি।’

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram