৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সমবায় দিবস
দক্ষিণ—পশ্চিমাঞ্চল জুড়ে সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যশোরসহ দক্ষিণ—পশ্চিমাঞ্চল জুড়ে উদ্যাপিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস। যশোরে শনিবার সকালে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে প্রচার শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস উদ্যাপিত হয়।

কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বাদ্যের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

এরপর জিলা স্কুল অডিটোরিয়ামে এ দিবসের প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন।

স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান আহাদুল ইসলাম, আরবান আর্টিজেন্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সেলিম রানা, মোমিন নগর সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লোকমান হোসেন, সমবায় ব্যাংক লিমিটেড যশোরের ব্যবস্থাপক সাইদুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা ও যশোর সদর উপজেলা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মানবী বিশ্বাস। সঞ্চালনা সদর উপজেলা সমবায় কর্মকর্তা রণজিৎ কুমার দাস।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী মোমিননগর সমবায় সমিতি লিমিটেড, সর্বোচ্চ সঞ্চয় আদায়কারী চাঁচড়া বাবলাতলা মৎস্য উৎপাদন ও বিপণন সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ী বণিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসমাইল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, সমবায়ের মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। তাই সকলকে সমবায়ী কর্মকাণ্ডে যুক্ত হয়ে দেশের আর্থ—সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

খুলনা প্রতিনিধি জানান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সংবিধান দিবস উপলক্ষে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সরকারি—বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতি, সমবায় সংগঠকের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তবিবুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ও নগর উন্নয়ন মহিলা সমবায় সমিতি লি. এর সভাপতি সাবরিনা পারভীন বক্তৃতা করেন। খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

চিতলমারী প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও সমবায়ী নারীদেরকে চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে সহজ শর্তে ৪৪ জন সমবায়ী নারীর প্রত্যেককে একলাখ টাকা হিসেবে মোট ৪৪টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এ সময় বিশিষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত—আল—মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সমাজ সেবা কর্মকর্তা সোহেল পারভেজ, মহিলা বিষয়ক কর্তকর্তা হাফিজুর রহমান, সোনালী ব্যাংক চিতলমারী শাখার ব্যাবস্থাপক কল্যান আশিষ দত্ত ও সমবায়ী লতিকা রাণী বাড়ই।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে ওই চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভপতিত্বে এক আলোচনা সভা হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ—৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার, উপজেলা সমবায় কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি লক্ষন কুমার হালদার, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা সমবায় অফিসার আসলাম আলী ভঁূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের ভাইস—চেয়ারম্যান ইসমত আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সমবায়ী একরামুল হক।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ সভাপতি মাও. নাছির উদ্দীন প্রমুখ।

সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি, উপজেলা শিক্ষক কর্মচারী কো—অপারেটিভ ও সাতবাড়ীয়া মূল তন্তু সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, জাতীয় সমবায় দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠান হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ওবায়দুর রহমান, এপি আহসান কবীর, ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান, শতদল সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির প্রতিনিধি তৌহিদুল ইসলাম, শিক্ষক কর্মচারী সমিতির প্রতিনিধি মাকসুদা পারভীন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি জানান, যশোরের বাঘারপাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিআর ডিবির চেয়ারম্যান মুন্সি মোহাম্মদ বাহার উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিরণ কৃষক সমবায় সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস। এসময় সমিতির সভাপতি ও সম্পাদকসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফুলতলা (খুলনা) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে শনিবার সকালে খুলনার ফুলতলায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের স্থানীয় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে আলেঅচনাসভা হয়। জাতীয় সমবায় শিল্প ইউনিয়নের পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক শাহানুর রহমান শাহীনুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। খুলনা কেন্দ্রীয় সমিতির সভাপতি মাহফুজুর রহমানের পরিচালনায় সমবায়ীদের মধ্যে বক্তৃতা করেন বিষ্ণুপদ দাস, মঞ্জুরুল হাসান, জালাল আহমেদ, আবিদ হাসান, শারমিন আক্তার, শাহাবুদ্দিন মোল্যা, মিজানুর রহমান, রমজান মাহমুদ অরণ্য, আরমান ভুইয়া প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো.আসাদুর রহমান, মিল্ক ভিটার ম্যানেজার ডা. মারুফ উজ্জামান, ভৈরব কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির চেয়ারম্যান মো. আজমল হোসেন, ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সমবায়ী শেখ আসাদুজ্জামান, শুভঙ্কর রায় প্রমুখ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে এক আলোচনা সভা হয়। শনিবার সকালে অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার হুমায়ূন কবির।

সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়ার্দার, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস ছালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, রাড়–লী, সেন্ট্রাল কো—অপরেটিভ ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা কামাল জাহাঙ্গীর, অধ্যক্ষ শফিয়ার রহমান প্রমুখ।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও গাভী পালন প্রকল্পের ঋণের চেক বিতরণ করা হয়। শনিবার সকালে জেলা সমবায় অফিসারের কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও জেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি সমবায় কার্যালয় হতে শহরের চৌরঙ্গী মোড় হয়ে নোমানী ময়দান বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে শেষ হয়।

সেখানে আলেঅচনাসভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম শাওন, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু। অনুষ্ঠানে ৯ জন সদস্যদের মাঝে গাভী পালন প্রকল্পের ঋণের চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে একটি র‌্যলি উপজেলা চত্বর থেকে বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।

সাংবাদিক মীর আওসাফুর রহমান মারুফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার(দায়িত্বপ্রাপ্ত) মোল¬া সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান। এছাড়াও সভায় ছিলেন থানার ওসি(তদন্ত) প্রভাস মলি¬ক, ফায়ার সার্ভিস কর্মকর্তা রিপন কুমার ঘোষ,পল¬ীউন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান প্রমুখ।

মোংলা প্রতিনিধি জানান, মোংলায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস, সমবায়ী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরা'র শ্যামনগরে সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে শেষ হয়। সেখানে পরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

উপজেলা সমবায় অফিসার মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা—৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ—উজ—জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জি এম ওসমান গনি।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড. কেরামত আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সমবায়ী মহসিনা খাতুন, সুলতানা মিলি, সুমিত্রা মুন্ডা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram