৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
তৌহিদ চাকলাদার ফন্টুর নির্বাচনী প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার নির্বাচনে পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু’র নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় এবং তাদের সুখ—দুঃখের কথা শোনেন। একই সাথে তিনি রমজান মাসের সেহেরী ও ইফতার সময়সূচি সম্বলিত প্রচারপত্র বিলি করেন।

নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। যশোর সদর উপজেলায় সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আত্মনিয়োগ করবেন। একই সাথে সদর উপজেলার রাস্তাঘাট, ব্রিজ—কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, কর্মসংস্থান, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নসহ গোটা সেক্টরে ‘স্মার্ট ও মডেল’ যশোর সদর উপজেলা গড়তে কাজ করবেন। এছাড়াও হত্যা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বোমাবাজ মুক্ত করতে সব ধরণের চেষ্টা করবে বলে জানান। প্রচারপত্র বিতরণের সময় সাথে ছিলেন যশোর পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় সাধারণ ভোটাররা জানান, ‘বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মানুষের দুঃখ—কষ্টের কথা কোনোদিন শোনেন নি। বরং মানুষকে হয়রানি করেছেন। যার কারণে তাকে দিয়ে সদরের কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য আমরা ফন্টু ভাইকে সদরের চেয়ারম্যান দেখতে চাই।’

পথচারী হাদিউজ্জামান বলেন, বর্তমান সদর উপজেলার চেয়ারম্যান শিক্ষকদের অসম্মান করেছেন। তিনি শিক্ষক নির্যাতনকারী। তাকে আমরা চাই না। ফন্টু চাকলাদার যেহেতু শাহীন চাকলাদারের ভাই। সে ভালো কাজ করবে বলে মনে করি। নির্বাচনে দাঁড়ালে অবশ্যই ফন্টু চাকলাদারকে জয়ী করতে কাজ করবো।

দুজন ব্যবসায়ী বলেন, এক এমপির লোকজন শহরে কিশোর গ্যাং তৈরি, ছিনতাই, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বোমাবাজি করে বেড়ায়। এই এমপির লোকজন যদি আবারও নির্বাচনে জেতে তাহলে আমাদের ব্যবসা গুটিয়ে শহর ছেড়ে চলে যেতে হবে। আমরা ফন্টু চাকলাদারকে চিনি। সে ভালো মানুষ ও একজন সফল ব্যবসায়ী। তাছাড়া ব্যবসায়ীদের উন্নয়নে তাকে পাশে পাবো। এজন্য আগামী সদর উপজেলা নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’

যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়েছেন, সেই লক্ষ্যে যশোর সদর উপজেলাকে স্মার্ট সদর উপজেলা গড়তে গ্রাম হবে শহর এই প্রত্যয় নিয়ে আমি সকলের কাছে দোয়া প্রার্থী।’ তিনি আরও বলেন, কিশোর গ্যাং দমন, ছিনতাই, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও বোমাবাজমুক্ত ‘স্মার্ট ও মডেল’ যশোর সদর উপজেলা গড়তে নির্বাচনের মাঠে নেমেছি।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram