৩রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ঝিকরগাছায় সেরা  বি এম হাইস্কুল
ঝিকরগাছায় সেরা  বি এম হাইস্কুল
258 বার পঠিত

ঝিকরগাছা পৌর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলটি লেখাপড়ার মানোন্নয়নসহ ফলাফলে এবারও শীর্ষস্থান দখল করেছে। ২০২২ সালে বিদ্যালয় থেকে ৩০৫ জন এসএসসি পরীড়্গায় অংশ গ্রহণ করে শতভাগ পাশ করেছে। এবারের ফলাফলে ৮২জন গোল্ডেনসহ ১৬৭ জন জিপিএ-৫, ১১০জন এ-গ্রেড, ২১জন এ-মাইনাসসহ বিভিন্ন গ্রেডে সকলেই পাশ করেছে। সোমবার দুপুরে বিদ্যালয়ে এসএসসি ফলাফল ঘোষণার শুভ মুহুর্তে শিড়্গক ও শিড়্গার্থীদের মাঝে উৎফুলস্ন লড়্গ্য করা গেছে। বিদ্যালয়ের ধারাবাহিক কাঙ্খিত ফলাফল অর্জনে প্রধান শিড়্গক আব্দুস সামাদ তার প্রতিক্রিয়ায় বলেন, লড়্গ্য অর্জনে বিজ্ঞ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিড়্গকমন্ডলীর আšত্মরিক প্রচেষ্টা, শিড়্গার্থীদের অধ্যাবসায় ও একাগ্রতার পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীলতার কারনে এ ফলাফল লাভ সম্ভব হয়েছে। তিনি বলেন, স্কুলটিতে মেধাবী ও অপেড়্গাকৃত কম মেধাবী শিড়্গার্থী ভর্তি হলেও সকলেই ভাল ফলাফল করেছে। তিনি যশোর বোর্ডের বিভিন্ন শিড়্গা প্রতিষ্ঠানের ফলাফল উলেস্নখ করে বলেন, এমপিওভুক্ত বেসরকারী শিড়্গা প্রতিষ্ঠান গুলোর মধ্যে ঝিকরগাছা বদরম্নদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল এবছর এসএসসি ফলাফলে সেরা হয়েছে। এছাড়া এসএসসির ফলাফলে যশোর জেলায় তৃতীয় ও ঝিকরগাছা উপজেলায় প্রথম স্থান লাভ করেছেন। এছাড়া এবারের এসএসসির ফলাফলে ঝিকরগাছায় এ পস্নাসপ্্রাপ্ত শিড়্গা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল ৪৪জন, পাইলট বালিকা বিদ্যালয় ভোকেশনালে ৩২জন সহ ১১৮জন, সুরোতজান মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ৯জন, লাউজানী এন এম মাধ্যমিক বিদ্যালয় ৫জন, সম্মিলনী মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে ২০জন, টাউরা আজিজুর রহমান স্কুল ৩৬জন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, পারবাজার মাধ্যমিক বিদ্যালয় ০১জন, বোধখানা মাধ্যমিক বিদ্যালয় ১জন, রঘুণাথনগর মাধ্যমিক বিদ্যালয় ১৬জন, বাঁকড়া জে.কে মাধ্যমিক বিদ্যালয় ৩১ জন, নিশ্চিšত্মপুর মাধ্যমিক বিদ্যালয় ০৭জন, হরিদ্রাপোতা মাধ্যমিক বিদ্যালয় ০২জন, মাটশিয়া মাধ্যমিক বিদ্যালয় ৫জন, বলস্না বি এন কে মাধ্যমিক বিদ্যালয় ৪জন, মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় ৮জন, দিকদানা মাধ্যমিক বিদ্যালয় ০৪জন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয় ৫জন, বাঁকড়া-হাজিরবাগ আইডিয়াল বালিকা বিদ্যালয় ১১জন, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৭জন, জেডিপিকে মাধ্যমিক বিদ্যালয় ০৩জন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় ১৫জন, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, মাগুরা-ডহরমাগুরা মাধ্যমিক বিদ্যালয় ০৯জন, ছুটিপুর মাধ্যমিক বিদ্যালয় ১জন, অমৃতবাজার বালিকা বিদ্যালয় ৩জন, বায়সা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় ১৩জন, সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয় ৬জন, আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয় ৩জন, ধানপোতা মাধ্যমিক বিদ্যালয় ৫জন। 

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram