অভয়নগর : যশোরের অভয়নগরে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে-এরশাদ’ এই শ্লোগানে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল রবিবার বিকালে নওয়াপাড়া বাজারে র্যালি অনুষ্ঠিত হয়। পরে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ফারাজী, নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির আহবায়ক আলমগীর ফারাজী, যুগ্ম আহবায়ক শেখ ফরিদ হোসেন, জাতীয় পার্টির নেতা প্রলাদ সাহা, গাজী রেজাউল করিম, হাজী মকবুল হোসেন, গিয়াসউদ্দিন, সোবহান হোসেন, জাকির হোসেন, শ্রমিক পার্টির সভাপতি জহির উদ্দীন, মোশাররফ হোসেন, মাসুদ শেখ, মাসুদ ফারাজী, সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইদ আহমেদে শিকদার। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কয়রা কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকাল ১০ টায় র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ সদর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চলনায় বক্তৃতা করেন কয়রা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামস উদ্দিন আহমেদ, শেখ আয়জুদ্দিন, গাজী আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন লাভলু, মহারাজপুর ইউনিয়নের সভাপতি ডা. রুহুল আমিন, বাগালী ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন সানা, দক্ষিন বেদকাশীর সভাপতি রেজওয়ানুল করিম, সহ সভাপতি সুরাত আলী, উত্তর বেদকাশীর সহ সভাপতি আব্দুস সালাম, আব্দুল গফুর প্রমুখ।
তালা : তালা(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেছেন, জাতীয়পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে চায়। জাতীয়পার্টি ছাড়া কোন সরকার গঠন হবে না। রোববার তালা ডাকাবাংলো চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টি আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ছাড়াও কুরআনখানি, র্যালি ও দোয়া হয়। র্যালি শেষে ডাকবাংলো চত্বরে কেক কাটা হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে ও সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সি. সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, অধ্যাপক আমজাত হোসেন, মাষ্টার আব্দুল আজিজ, ডা: আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, নুরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, ডা: আবুল বাশার, মো: আজিজুর রহমান, বিএম বাবলুর রহমান, ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মানিক মিয়া, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম খোকা, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাশেম আলী গাজী, সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন,খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জাতীয় যুব সংহতি তালা উপজেলার শাখারা ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দীন, তালা সদর ইউনিয়র যুব সংহতি সভাপতি লিটন হুসাইন, সাধারণ সম্পাদক মো: ইকবল হোসেন শেখ, তেঁতুলিয়া ইউনিয়ন যুব সংহতি সভাপতি কাজী আসাদ, খলিষখালী ইউনিয়ন যুব সংহতি নেতা আশরাফুল ইসলাম, জাতীয় সৈনিক পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র নেতা কাজী জীবন বারী, বিএম বোরহান উদ্দীন, মো: শফিকুজ্জামান শফিক. শেখ ইমরান হোসেন, মো: ফয়সাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।