তালা (সাতক্ষীরা) প্রতিনিধি॥ বাংলাদেশের জনকল্যানব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা (সিএসএস) এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভাঃ পল মুন্সী’র স্মরণে ডুমুরিয়া উপজেলার সিএসএস এমএফপি চুকনগর ব্রাঞ্চের কর্ম এলাকার ২০০জন দরীদ্র, অবহেলিত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সিএসএস চুকনগর অফিস ভবন প্রাঙ্গনে শনিবার সকালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়।চিকিৎসা সেবা ক্যাম্পের নেতৃত্ব দেন, বিশিষ্ট নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. ফতেমা-তুজ-জোহরা।
চিকিৎসা সেবা ক্যাম্পে অন্যান্যের মধ্যে সিএসএস তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহবুদ্দীন, শিক্ষক লাল মোহন কর্মকার, তালা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার নরোত্তম সরকার ও চুকনগর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. আবুল কাশেম সহ স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। ক্যাম্প থেকে এলাকার ২ শতাধিক নারী চিকিৎসা সেবা গ্রহন করেন।