২১শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
গাজায় এক গোত্রের ৭৬ জন নিহত ইসরায়েলি হামলায়

সমাজের কথা ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনির বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক গোত্রের ৭৬ জন সদস্য নিহত হয়েছেন। এতে গোত্রটির ১৬ জন প্রধান কর্তা প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।

২২ ডিসেম্বর গাজা সিটিতে ভয়াবহ বিমান হামলায় মুগারাবি পরিবারের সদস্যরা নিহত হন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

গাজার সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, শুক্রবারের এ হামলাটি যুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী ছিল। নিহতদের মধ্যে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক কর্মী ইসাম আল—মুগারাবি নামের এক ব্যক্তিও রয়েছে। তিনি তার স্ত্রী ও পাঁচ সন্তানও এ হামলায় প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার প্রধান আচিম স্টেইনার ইসাম আল—মুগারাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, ইসাম ও তার পরিবারের মৃত্যু আমাদের গভীর শোকাহত করেছে। গাজায় জাতিসংঘ ও বেসামরিক মানুষ কোনো লক্ষ্য নয়। এই যুদ্ধ অবশ্যই বন্ধ হতে হবে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্বর হামলায় গাজায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আরও ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের প্রায় ৭০ ভাগই হলেন নারী ও শিশু।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram