২৮শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
কেশবপুরের উন্নয়ন অব্যাহত রাখতে চাই : শাহীন চাকলাদার এমপি

কেশবপুর (যশোর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর—৬ (কেশবপুর) আসনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মক গণসংযোগ অব্যহত রেখেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার। ৩ জানুয়ারি হাসানপুর, সাগরদাঁড়ী ও সাতবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেন তিনি। এদিন হাসানপুর বাজারে, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ও সাতবাড়িয়া সাতবাড়িয়া বাজারে পৃথক তিনটি পথসভায় বক্তব্য রাখেন। প্রতিটি পথসভাস্থল নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়।

সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার বলেছেন, উন্নয়নের ধারা সচল রাখতে শেখ হাসিনার নেতৃত্বে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এই সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমাকে উপ—নির্বাচনে নির্বাচিত করেছিলেন। আমি কেশবপুরকে স্বস্তি, শান্তি আর উন্নয়নের উপজেলায় পরিণত করেছি। এই এলাকায় যতো উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আমি আশা রাখি এ অঞ্চলের উন্নয়নের চাকা সচল রাখতে আমাকে পুনরায় বিপুল ভোট নির্বাচিত করবেন।

হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলীর সঞ্চালনায় হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাহীন চাকলাদার।

আরো বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান ও বিদানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, যুগ্ম সদস্য সচিব অ্যাড. মিলন মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ।

সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর—৬ (কেশবপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম—আহ্বায়ক অলিয়ার রহমান, যুগ্ম—আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম—আহ্বায়ক মাষ্টার জাফর ইকবাল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাগরদাঁড়ী ইউনিয়ন যুব লীগের আহ্বায়ক কাজী আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।

অপরদিকে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার দফাদারের সঞ্চালনায় সাতবাড়িয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এমপি শাহীন চাকলাদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিযার রহমান সাগর, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম পিটু, সদস্য মশিয়ার দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, যুগ্ম—আহ্বায়ক শাসছুন্নাহার লিলি, যুগ্ম—আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক, যুগ্ম—আহ্বায়ক মাষ্টার কামরুজ্জামান টিটো, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আমজাদ হোসেন, মোহাম্মদ আলী, বিধান ঘোষ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম—আহ্বায়ক মাসুম বিল¬াহ, যুগ্ম—আহ্বায়ক হারুনুর রশীদ লিটন, মহিলা আওয়ামী লীগের তহমিনা খাতুন প্রমুখ।

অপরদিকে যশোর—৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ অব্যহত রয়েছে।

পৌর আওয়ামী লীগ : পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগনেতা সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, আওয়ামী লীগনেতা আব্দুল হালিম, কুশ সাহা, নাছির উদ্দীন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌর যুবলীগনেতা সবুজ হোসেন নিরবসহ পৌর আওয়ামী লীগ, সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষক লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক হরি গোপাল বসু, দপ্তর সম্পাদক অনিমেষ সাহা, রেজাউল করিমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ।

মহিলা আওয়ামী লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপিকা রেবা ভৌমিক, বর্তমান সভাপতি রাবেয়া ইকবাল, সহ সভাপতি বিথিকা বসু, সাধারণ সম্পাদক মমতাজ খাতুনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবক লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল¬াহ, কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার গফুর, যুগ্ম—আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম—আহ্বায়ক আবু হাসান, আব্দুর রাজ্জাক, শেখ আসাদুজ্জামান আসাদ, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজ্জাত হোসেন, হাবিবুর রহমান, রুবেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক সুমন গাজীসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

ত্রিমোহিনী ইউনিয়ন : উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন যশোর জেলা আওয়ামী লীগনেতা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য ত্রিমোহিনী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, যুগ্ম—আহ্বায়ক জাহাঙ্গীর আলম খাঁন সুজন, যুগ্ম—আহ্বায়ক শেখ ওহেদুজ্জামান মিন্টু, যুগ্ম—আহ্বায়ক ওবায়দুর রহমান উবায়, শ্যাম সুন্দর মলি¬ক, যুবলীগনেতা আনোয়ারুল ইসলাম রাজু, আকরাম হোসেন, ছাত্রলীগনেতা রবিউল ইসলামসহ ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মজিদপুর ইউনিয়ন : উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড রফিকুল ইসলাম পিটু, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, সহ দপ্তর সম্পাদক মনোজ তরফদার, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাও. আব্দুল হালিম, যুগ্ম—সম্পাদক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, মজিদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন : উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, আওয়ামী লীগনেতা বি এম ইব্রাহীম হোসেন, রফিকুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগনেতা মুন্নাফ হোসেন মুন্নাসহ বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলকোট ইউনিয়ন : উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ^াস, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, আলী আহসান বাচ্চু, মঙ্গলকোট ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম—আহ্বায়ক খালিদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আল হেলালসহ মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কেশবপুর সদর ইউনিয়ন : কেশবপুর সদর ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যর কামরুজ্জামান কামাল, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম—আহ্বায়ক মেহেদী হাসান শিমুল—সহ কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঁজিয়া ইউনিয়ন : উপজেলার পাঁজিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম খান, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক তাপস দে, উপজেলা যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলু, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হোসাইনসহ পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সুফলাকাটি ইউনিয়ন : উপজেলার সুফলাকাটি ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন যশোর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, শাহাদাৎ হোসেন, আজাহারুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, যুগ্ম—আহ্বায়ক রেজওয়ান হোসেন লিটন, ছাত্রলীগনেতা মহির উদ্দীন মাহী—সহ সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গৌরীঘোনা ইউনিয়ন : উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের প্রতিটি গ্রামে, প্রতিটি মহল¬ায় বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগনেতা এস এম মাসুদুর রহমান মাসুদ, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসানসহ গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় শ্রমিক লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, যুগ্ম—আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, যুগ্ম—আহ্বায়ক এস এম মুজিবুর রহমান, পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, যুগ্ম—আহ্বায়ক আলগমীর হোসেন, যুগ্ম—আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনসহ উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

যুব মহিলা লীগ : উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, নাদিরা খাতুন, নার্গিস পারভীনসহ উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram