৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
এসপির স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: ক্যান্সারের কাছে হেরে পরলোকে চলে গেলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সহধর্মিনী ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অতিরিক্ত পরিচালক শ্রীমতি বিপ্লবী রানী। রোববার দিনগত রাত ১টা ২৫ মিনিটে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন।

তিনি যশোর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রীও ছিলেন। তিনি যশোরের কৃতি সন্তান। মৃত্যুকালে তিনি ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।

সোমবার বিকেলে প্রয়াত বিপ্লবী রানী শেষকৃত্য তার শ্বশুরবাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা শ্মশানে হয়। এ সময় পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা, এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপ্লবী রানীর প্রয়াণে যশোর জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।

তার প্রয়াণে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপিসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথসহ নেতৃবৃন্দ, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুসহ নেতৃবৃন্দ, জেলা যুবলীগের নেতা শফিকুল ইসলাম জুয়েল ও আলমগীর কবির সুমনসহ নেতৃবৃন্দ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলিসহ নেতৃবৃন্দ, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমানসহ নেতৃবৃন্দ, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টুসহ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপ শোক জানিয়েছে প্রেসক্লাব যশোরের নেতৃবৃন্দ। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ শোক জানানো হয়। একইভাবে বিবৃতি দিয়েছেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।

শোক জানিয়েছেন, যশোর সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন যশোরের সভাপতি প্রফেসর মর্জিনা আক্তার। অনুরূপ শোক জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক ইয়াকুব কবির এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল পরিষদের সহসভাপতি এবিএম আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক এনাম মাহমুদ খান বাবু স্বাক্ষরিত শোকবার্তায় শোক জানানো হয়েছে। তাছাড়া শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান মিঠু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram