২১শে মে ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
একদিকে সংবর্ধনা অপরদিকে ‘জুলুম’

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বিকেলে যশোর শহরের দড়াটানা মোড়ে নবনির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে সংবার্ধনা নিয়েছে নাম সর্বস্ব সংগঠন ‘ব্যাটারী চালিত রিকশা—ভ্যান শ্রমিক ইউনিয়ন।’ এ অনুষ্ঠান বাস্তবায়ন করতে শহরে চলাচলরত ইঞ্জিন রিকসা চালকদের উপর চলেছে ‘জুলুম’।

রিকসা চালকরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশ নিতে সাধারণ রিকশা চালকদের বাধ্য করা হয়েছে। যারা আসতে রাজি হয়নি তাদের গাড়ির চাবি, ব্যাটারি, তার, চেইন খুলে নিয়েছে ওই সংগঠনের কর্মিরা। এতে শহরজুড়ে সাধারণ রিকশা চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শহরে রিকসা কমে যায়। ভোগান্তির শিকার হয় চলাচলরত পথচারিরা।

<<আরও পড়তে পারেন>> ব্যাটারীচালিত যানবাহনের লাইসেন্স চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

যশোর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘যশোর জেলা ব্যাটারী চালিত রিকশা—ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে একটি ‘ভুয়া’ সংগঠন তৈরি করেছে যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। ব্যাটারী চালিত রিকশা—ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে সংগঠনের কোন রেজিস্ট্রেশন নেই। তাহলে কিভাবে এটা একটি সংগঠন হতে পারে।

একই সাথে এ সংগঠনের কমিটিতে যারা আছেন, তারা সবাই রিকশা মালিক। এ সংগঠনের অনেকে ২০/৩০ টি রিকশার মালিক। মালিক হয়ে কিভাবে শ্রমিক সংগঠন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভুয়া এ সংগঠন শহরের বিভিন্ন অনুষ্ঠানের নামে সাধারণ রিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায় করেছে। একই সাথে চাঁদা না দিলে রেজিস্ট্রেশনবিহীন এ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে রিকশা চালকদের নির্যাতন করে থাকে বলে বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি।’

যশোর জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ লিটন বলেন, যাদের রেজিস্ট্রে্রশন নেই, যারা মালিক, তারা আবার যশোর জেলা ব্যাটারী চালিত রিক্সা—ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে একটি ‘ভুয়া’ সংগঠন তৈরি করেছে। যশোর—৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে সংবার্ধনা নামে তারা শহরের ত্রাস সৃষ্টি করেছেন। সাধারণ পথচারি থেকে শুরু করে সবার মধ্যে এক ধরণে আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে যেতে না চাওয়া রিকশা চালকদের চাকার হওয়া ছেড়ে দিয়েছে। ব্যাটারি ও চাবি কেড়ে নিয়েছে। একই সাথে অনেকে রিকশা কেড়েও নিয়েছিল। আমি নিজেই বাধা দিয়েছিলাম। তারা আমার উপরে চড়াও হয়েছে। তারা যাকে পেয়েছে, তাকে হেনস্তা করেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জেলা পুলিশ সুপারে কাছে লিখিত অভিযোগ নিয়ে গিয়েছিলাম। কিন্তু এসপি স্যার না থাকায় অভিযোগ দিতে পারেনি।’

জাতীয় রিকশা—ভ্যান শ্রমিক লীগ যশোরের সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন বলেন, ‘সংবর্ধনার নামে শহরে আতঙ্ক সৃষ্টি করেছে। রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। অনেক রিকসা যাত্রীদের পায়ে হেটে চলাচল করতে হয়েছে। রিকশা আটকে রেখে সাধারণ রিকশা চালকদের জোর করে অনুষ্ঠানে আনে তারা।’

ঝিকরগাছা থেকে কুইন্স হাসপাতালে চিকিৎসা নিতে আসা তৌহিদুর রহমান বলেন, শিশু মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। শিশু ডাক্তারকে দেখানো জন্য শহরে আসছিলাম। কিন্তু জিলা স্কুলের এখানে আসলে রিকশা আটকে দেয় কয়েকজন লোক। মেয়েকে ডাক্তারে কাছে নিয়ে যাবো বললেও তারা রিকশা আসতে দেয়নি। শেষে হেটে হাসপাতালে যেতে হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ধরণের কোন ঘটনা আমার জানা নেই। এছাড়া কেউ অভিযোগ করেনি। কোন পক্ষ থেকে অভিযোগ জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram