মোংলা প্রতিনিধি : নব নির্মিত মোংলা— খুলনা রেল পথে আগামী ৯ নভেম্বর থেকে রেল চলাচল করবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোংলা— খুলনা রেল লাইন নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানান, রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিদিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় আর দ্রব্য মুল্যের উর্ধ্বগতির কারনে মোংলা—খুলনা রেল লাইন নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে। আর মাটি পানি ভালো না হওয়ায় একই সাথে করনাকালীন সময়ের কারনে প্রকল্প বাস্তবায়নে ১০ বছর সময় বেশি লেগেছে।
শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে তিন ঘটিকার সময় রেল পথটির নির্মাণ কাজ পরিদর্শন শেষে রেলওয়ের মোংলা স্টেশনে এসে এ তথ্য জানান, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এ সময় মন্ত্রী আরো জানান, নব নির্মিত রেল পথে রেল চলাচল চালু হলে ট্রানজিট সুবিধা পাবে পাশ্ববর্তী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটান। এর ফলে মোংলা বন্দরে বাড়বে ব্যাপক কর্মযজ্ঞ।
এর আগে রেল মন্ত্রী ফুলতলা রেল স্টেশন ও এলাইন্টমেন্ট সেতু এবং মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এরপর মোটর ট্রলিযোগে মোংলা রেলওয়ে স্টেশনে পরিদর্শনে আসেন।
এ সময় মোংলা—খুলনা রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ন কবীর, প্রকল্প পরিচালক মো. অরিফুজ্জামানসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।