নিজস্ব প্রতিবেদক : ৭ নভেম্বর জিয়া কর্তৃক মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে যশোর জেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করবে। শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিকাল ৩টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি থাকবেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।