সমাজের কথা ডেস্ক : জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমুহ বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে শুক্রবার বিভিন্নস্থানে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বিস্তারিত প্রতিনিধিদের রিপোর্টে—
ঝিকরগাছা পৌর প্রতিনিধি জানান, যশোরের ঝিকরগাছায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে এই মিছিল ও সমাবেশ করে সংগঠনটি। মিছিলটি ঝিকরগাছা বাজার প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তারা, চলতি অক্টোবর মাসেই সংখ্যালঘু বান্ধব সরকারের সকল প্রতিশ্রম্নতি বাস্তবায়নের দাবি জানান।
উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি দত্ত, দপ্তর সম্পাদক অধ্যাপক অশোক দাস, অর্থসম্পাদক মিলন দাস, সাংগাঠনিক সম্পাদক ফিলিপ রমেশ বিশ্বাস, ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমিত দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমার দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জয়দেব দাস প্রমুখ।
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি জানান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক বিষ্ণুপদ মণ্ডলের সভাপতিত্বে উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক বাবু সঞ্জিত কুমার দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জি, যুগ্ম আহবায়ক মহাদেব মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য বাবু পথিক মন্ডল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সদস্য বাবু বীরেন্দ্রনাথ বিশ্বাস, অরুন মুখার্জি, পলাশ দেবনাথ, শিবপদ বৈদ্য, জয়ন্ত মন্ডল, শংকর রায়, পলাশ মন্ডল, মতীন ন্দ্রনাথ দাস, সুকদেব মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, সুরঞ্জন মন্ডল প্রমুখ।
মাগুরা প্রতিনিধি জানান, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার এ বিষয়টি নিবাচনী ইশতেহারে অন্তর্ভুক্তিসহ ৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাগুরা শ্রীপুর উপজেলা শাখা। শুক্রবার বিকেলে এই সমাবেশ হয়।
২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রম্নতি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে ৭টি দাবি তুলে ধরেন, রাজশ চন্দ্র গোপাল, কৃষ্ণ চন্দ্র কুন্ডু, রথীন্দ্রনাথ ভৌমিক। দাবিগুলো হলো— সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার শিকদার ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীপুর উপজেলার সভাপতি অপূর্ব কুমার মিত্র প্রমুখ।
এছাড়াও বেলা ১১ টায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখা। খামারপাড়া গিরিধারী আশ্রমে অনুষ্ঠিত সভা উপস্থিত ছিলেন খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী মন্দিরের অধ্যক্ষ বাবাজী মহারাজ অসীম কৃষ্ণ দাস, চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস সহ শ্রীপুর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ৮ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্য বৃন্দগণ।
শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ১৫২ টি মন্ডপের মাধ্যমে এবার শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।