সমাজের কথা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। তার সততা এবং তার পরিশ্রম তার নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ পরবর্তী এদেশে শেখ হাসিনার চেয়ে যোগ্য, সৎ, দক্ষ, জনপ্রিয় আর একজন নেতারও জন্ম হয়নি।’
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ এখনও বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনার কোন বিকল্প ভাবেনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সিন্ডিকেটের কাছে জিম্মি না সরকার। বৈশ্বিক টালমাটাল পরিস্থিতির কারণেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে।’
বাজার নিয়ন্ত্রণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার বসে নেই। কাজ করে যাচ্ছে। ফল আসবে। ফল এক সময় আসবেই। কারণ কাজের আন্তরিকতায় কমতি নেই। তবে বাজার পরিস্থিতি বিশ্বের কোথাও ভালো নেই।’