নিজস্ব প্রতিবেদক : ২৮ ডিসেম্বর বিকেলে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা দক্ষিণপাড়া গ্রাম হতে রহিমা খাতুন (৪২) কে ০৬ (ছয়) কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যশোর খ সার্কেল এ অভিযান পরিচালনা করে। আটক রমিমার স্বামী সালাম (৪৬) পলাতক রয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এছাড়াও বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার রেলগেট সংলগ্ন এলাকা হতে আসামী স্বপন কুমার খাঁ (৭০) কে ০৫ (পাঁচ) বোতল বিদেশীমদ সহ গ্রেফতার করা হয়। উপপরিদর্শক মোছা. জাহানারা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।