চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ সদস্যের কেন্দ্রীয় সমন্বয়ক দল। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের টাউন ফুটবল মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার স্থানীয় সমন্বয়করা। ছাত্র-জনতার প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় সমন্বয়করা। এছাড়া ভবিষ্যত কর্মপরিকল্পনার নির্দেশনাও দেন তারা।
বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুন, আবু বক্কর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদ ইসলাম শুভ, বাবু খান ও জান্নাত।
তারা বলেন, দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলেও ফ্যাসিজম ব্যবস্থা এখনও রয়ে গেছে। এক স্বৈরশাসক বিদায় নিয়েছে কিন্তু কতিপয় রাজনৈতিক দল দেশটাকে নিজেদের মালিকানা সম্পদ মনে করে নিয়েছে। ৫ আগস্টের আগেও যেভাবে চাঁদাবাজি দখলবাজি চলছিল তা এখনো চলছে। নতুন বাংলাদেশে রাজনীতি করা এখন অত্যন্ত কঠিন। কেননা, দেশের ছাত্র সমাজ সকল রাজনৈতিক দলগুলোকে নজরদারিতে রেখেছে। এই ফ্যাসিবাদী সিস্টেম বাতিল করার জন্য ছাত্ররা এখনও মাঠে রয়েছে।
তারা আরও বলেন, জেলার কোথাও কোনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র প্রতিনিধির কমিটি দেওয়া হয়নি। ভুয়া সমন্বয়ক সেজে অনেকে চাঁদাবাজি দখলদারিত্বের সাথে জড়িত রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলবো।
এর আগে সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সাথেও স্বাক্ষাত করেন সমন্বয়করা।