নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছার কুমড়ি গ্রামের নুরুল হককে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও গুম করার মামলায় আদম ব্যবসায়ী আনিসুর রহমানকে পৃথক ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের আদালত। ঘটনার ৩০ বছর পর বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক জয়ন্তী রানী দাস এই রায় দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে ঝিকরগাছা কুমড়ি গ্রামের নুরুল হককে কুয়েতে বেশি বেতনে চাকরি প্রলোভন দেখায় আনিসুর রহমান। আর ওই চাকরি দিতে ৭৫ হাজার টাকা দাবি করেছিলেন আনিসুর। কিন্তু নগদ টাকা না থাকায় নুরুল হকের মা রওশনারা বেগম স্বামীর রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে ৫৪ হাজার টাকা দেন। বাকি টাকা কুয়েতে পাঠানোর সময় দেয়া হবে বলে জানিয়েছিলেন। একই বছরের ২৫ জুন নুরুল হককে কুয়েতের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায় আনিসুর। কিন্তু এরপর থেকে আর নুরুল হকের কোন সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে তার মা জানতে পারেন কুয়েতে নেয়ার বথা বলা হলেও নুরুল হককে পাকিস্তান নিয়ে গেছে। পরে তাকে খুন করে গুম করে ফেলা হয়েছে। এরপর তাকে না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন নুরুল হকের মা। পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে রওশনারা বেগম ভিক্ষা করে জীবিকা অর্জন করছেন। কিছুদিন পরে আনিসুর বাড়িতে আসার পরে নুরুল হকের কথা জানতে চান তার মা রওশনারা। কিন্তু নুরুল হকের সন্ধান না দিয়ে নানা তালবাহানা শুরু করে আনিসুর। ফলে ছেলেকে ফিরে পেতে যশোর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন রওশনারা।
জেলা প্রশাসকের কাছে দেয়া আবেদনটি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন জেলা প্রশাসকের কাছে। এরপর নুরুল হকের মা রওশনারা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ফলে তৎকালীন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী অলিয়ার রহমান বাদী হয়ে ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি আনিসুরের বিরুদ্ধে মামলা এবং তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন।
এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আসামি আনিসুর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ দণ্ডবিধি আইনের ৪২০ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। পাশাপাশি দন্ডবিধি আইনের ৩৬৪ ধারায় আনিসুরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণা শেষে আসামি আনিসুর রহমানকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে।