সমাজের কথা ডেস্ক : ২৮ অক্টোবর এখন সারাদেশে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এদিন ঢাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। এ দিন আবার সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে রয়েছে বিএনপির মহাসমাবেশ।
আওয়ামী লীগ তাই তাদের এ দিনের কর্মসূচিকে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। একই সাথে কর্মসূচির নামে বিএনপি বড় ধরনের সহিংসতায় জড়াতে পারে, এমন শঙ্কা থেকে ঢাকার প্রবেশপথ ও রাজধানীর প্রতিটি থানা ও ওয়ার্ডে, রাস্তার মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি ও শোডাউন করবে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
আওয়ামী লীগের জনপ্রতিনিধিরাও নিজ নিজ সংসদীয় এলাকায় সার্বিক পাহারার প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকবে ছাত্রলীগও।
সব মিলিয়ে এ দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করছেন, ২৮ অক্টোবর ঘিরে বিএনপির সারাদেশের নেতাকর্মীরা সহিংসতার প্রস্তুতি নিয়ে রাজধানীতে প্রবেশ করতে শুরু করেছে। আওয়ামী লীগের হাইকমান্ড তাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ ছাড়াও ভ্রাতৃপ্রতিম-সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করে নেতাকর্মীসহ সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে।
ভেতরে ভেতরে বিএনপিকে মোকাবিলায় ‘বড়’ প্রস্তুতি নিলেও গণমাধ্যমে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচি নিয়ে মাথাব্যথা নেই তাদের। আওয়ামী লীগ নেতারা মনে করছেন, বিএনপির আলটিমেটামের কোনো বাস্তব প্রতিফলন নেই। তারা একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে, কিন্তু জনসমর্থন পাচ্ছে না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, ‘বিএনপির কর্মসূচি নতুন কিছু নয়। সরকার পতন এবং ক্ষমতাগ্রহণের কর্মসূচি তো পুরনো। তাদের আন্দোলন করার অধিকার নিশ্চয়ই আছে। কিন্তু আন্দোলনের নামে কোনো প্রকার সন্ত্রাস, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ইত্যাদি কর্মকা- করলে সরকারও ব্যবস্থা নেবে। বিএনপির এই অশুভ রাজনীতির চক্রান্ত, ষড়যন্ত্র আমরা দলীয়ভাবে মানুষকে সঙ্গে নিয়ে মোকাবিলা করব।
বিএনপির মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ২৮ অক্টোবর কিছুই হচ্ছে না। ওইদিন কর্ণফুলী টানেল উদ্বোধন আছে। এটা উদ্বোধনের জন্য যাব। মহানগরের নেতৃবৃন্দ ঢাকায় সমাবেশ করবেন। এই তো!’
বিএনপির হুমকির বিষয়ে তিনি বলেন, ‘১০ বছর ধরেই তো তাদের এসব হুমকি দেখছি। বাস্তব প্রতিফলন তো দেখছি না!’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর দুপুর ২টায় ঢাকায় বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ সফল করতে ইতোমধ্যে একাধিক সভা করেছে উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। গত কিছুদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে আওয়ামী লীগ। এবার পল্টন মোড় থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে এই সমাবেশ করার চিন্তা করছে দলটি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ২৮ অক্টোবর ঘিরে পুরো প্রস্তুতি আমরা নিচ্ছি। এদিন কেউ অপ্রীতিকর কিছু ঘটানো তো দূরের কথা, টুঁ শব্দটিও করতে পারবে না।