বলিউডের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা হিন্দি সিনেমা 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'। সিনেমা জগতে তোলপাড় সৃষ্টি করা এই ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ ছিলনা।
২৭ বছর পর সুপারহিট সেই ছবি আজ শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে আবার প্রদর্শন করা হচ্ছে। সবার ধারণা 'পাঠান' উৎসবে মেতে থাকা শাহরুখ- প্রেমীদের সেই উন্মাদনাকে আরও খানিকটা বাড়িয়ে দেবে।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাহরুখ-কাজলের চিরসবুজ প্রেমের ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ভারতের ৩৭টি শহরে মুক্তি পেয়েছে
যারমধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, পুনে, আহমেদাবাদ, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি,হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ইন্দোর, চেন্নাই, ভেলোর, ত্রিভান্দ্রম অন্যতম।
মুলত , পাঠান নিয়ে চলমান শাহরুখ উন্মাদনা ও যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই কালজয়ী এই সিনেমাটি আরও একবার দর্শকদের সামনে দেয়া হয়েছে। এখন ভালোবাসা দিবসে জনপ্রিয় এই ভালোবাসার ছবিটি দর্শকরা দেখতে পাবেন ।
উল্লেখ্য, 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ১৯৯৫ সালে মুক্তি পায়। এরপ্র একের পর এক রেকর্ড গড়ে সিনেমিটি।