সমাজের কথা ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২০৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও ৩৩৮ জন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই নিয়ে ৭ অক্টোবরের পর গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ১৮৫ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই ২৪ ঘণ্টায় ১৫টি হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনিসসহ গাজার একাধিক এলাকায় রাতভর অভিযান চালায় ইসরায়েল। এতে অনেক অবকাঠামোও ধ্বংস হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা না থাকায় জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৭ হাজারেরও বেশি। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল।
২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।