ক্রীড়া ডেস্ক : বিশ্ব মঞ্চে সেরা সাফল্য পাওয়ার লক্ষ্যে প্রতিটি আসরের আগেই এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যখন যেই ফরম্যাটে বিশ্বকাপ, সেই ফরম্যাটেই আয়োজন করা হয় এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ এশিয়া কাপের আসর হয়েছে পাকিস্তানে। এবার বাংলাদেশও হতে যাচ্ছে এশিয়া কাপের আয়োজক।
সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে প্রতিযোগিতার ১৭তম আসরের আয়োজন করবে বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। এই দুই আসরের স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছিলো না এশিয়া কাপের আয়োজন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে করেছিল শেষ এশিয়া কাপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার ফিরবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০২৫ সালে ভারতের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের ঘোষণা দিয়েছে এসিসি। উদ্দেশ্য পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
২০২৫ এর আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও ২০২৭ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। কারণ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এই ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের পরই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।