ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। এই কমিটিতে ছিলেন তিন প্রভাবশালী পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহাবুব আনাম ও আকরাম খান। বেশ কয়েকমাস সময় নিয়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল, চন্ডিকা হাথুরুসিংহেসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে রিপোর্ট জমা দেয় কমিটি। কিন্তু সেই তদন্ত রিপোর্ট বিসিবি প্রকাশ করেনি। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ফারুক আহমেদ জানিয়েছেন, তিনি জনসম্মুখে তদন্ত রিপোর্ট প্রকাশ করবেন।
ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার ১০ মাসের বেশি পেরিয়ে গেলেও এখনও আলোর মুখ দেখেনি সেই কমিটির রিপোর্ট। এবার সেই রিপোর্ট প্রকাশের ঘোষণা দিয়েছেন, নতুন সভাপতি।
বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘শেষ (ওয়ানডে) বিশ্বকাপের রিপোর্ট ছিল, তার আগের কিছু রিপোর্ট ছিল। সেগুলো আমি দেখতে চাই, সিইওকে বলেছি। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত। অবশ্যই আমি সেটা জনসম্মুখে আনতে চাই। যেহেতু এটার অংশ না, তাই এটা প্রকাশ করতে আমার কোনো সমস্যা নেই (হাসি)।’
গত বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র দুই জয়ে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই।
পাপনের নেতৃত্বাধীন বোর্ডে তৃতীয় বিভাগ ক্রিকেটে ম্যাচ ফিও বাড়িয়ে দেওয়া হয়েছিল। ৫ লাখ টাকা ম্যাচ ফি থাকায় অনেকগুলো দল খেলার সুযোগ পাচ্ছিল না। বিসিবির বোর্ড সভাতে ম্যাচ ফি কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, ‘বিগত কয়েক বছর ধরে তৃতীয় বিভাগ বন্ধ হয়নি ঠিক, তবে এক-দুইটা দল অংশ নিতো। আমরা সে বিষয়ে আলোচনা করেছি। কোন প্রক্রিয়ায় এটি চালু করা যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের কোয়ালিফাইং থেকে অনেক র ট্যালেন্ট উঠে আসে। আমি শুনেছি, গেলো ২ বছরে অ্যাকাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো। ওটা আলাদা একটা টুর্নামেন্ট। আমরা কোয়ালিফাইংটা কার্যকরভাবে চালু করবো। যেখানে কেবল ২ দল খেলবে না, যারা ৫ লাখ টাকা ফিস দিয়ে খেলতো। ওইটা আর থাকবে না। আগের মতো ২০-২৫ হাজার টাকা ফি দিয়ে শুরু করবো।’
বিসিবির তিন থেকে চারটি গুরুত্বপূর্ণ বিভাগ যেমন—অর্থ, ক্রিকেট পরিচালনা ও বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও মাঠ ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট বিভাগের কমিটিও পুনর্গঠন হতে পারে। বৃহস্পতিবার সভাতে বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন হয়নি। শোনা যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান করা হতে পারে ফাহিম সিনহাকে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হতে পারেন নাজমুল আবেদীন ফাহিম। এর বাইরে অর্থ বিভাগের দায়িত্ব নিতে পারেন মাহবুবুল আনামকে। আর ইফতেখার মিঠু আসতে পারেন মিডিয়া বিভাগের দায়িত্ব।
তবে সবকিছুই আগামী সপ্তাহে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ফারুক, ‘এক সপ্তাহের মধ্যে কমিটি হয়ে যাবে।’