সমাজের কথা ডেস্ক : দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন এলাকার ১২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত নেতারা বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, নাটোর, সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামের বিভিন্ন কমিটিতে ছিলেন।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দল থেকে বহিষ্কৃতরা হলেন— বরগুনার আমতলী উপজেলার আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সহ—সভাপতি মো. আমানুল্লাহ আমান, নাটোরের লালপুর থানার ২ নম্বর যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাবেক সহ—সভাপতি আবদাল হোসেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতাশামুল আজিম।