সমাজের কথা ডেস্ক : হোয়াটসঅ্যাপ এর শক্তিশালী এনক্রিপশন ফিচারের কারণে চ্যাটে থাকে অত্যাধিক নিরাপত্তা। ভুল করে কোনো মেসেজ চলে গেলে ডিলিট ফর এভরিওয়ান করতেই সব চ্যাট গায়েব হয়ে যায়। নিশ্চয়ই কৌতূহল জন্মে কি ছিল সেই মেসেজ তা জানার।
আপনি চাইলে ডিলিট করে দেওয়া সেই মেসেজ কি ছিল তা জানতে পারবেন সহজ কৌশলে। অ্যান্ড্রয়ড ব্যবহারকারীদের এর জন্য থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে । জেনে নিন কীভাবে দেখবেন—
>> গুগল প্লে স্টোরে ডিলিটেড মেসেজ পড়ার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ারম ও হোয়াটসরিমুভড+ ইত্যাদি।
>> এই অ্যাপ ডাউনলোড করে কয়েকটি পারমিশন দিতে হবে। এরপরই ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা সব মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে।
>> ডিলিটেড মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে। ডিলিট হওয়ার পরও এই অ্যাপে আপনি মেসেজ পড়তে পারবেন। তবে আইফোনে থার্ড পার্টি অ্যাপে মেসেজ সেভ হওয়া এই সুবিধা পাবেন না।