নিজস্ব প্রতিবেদক : আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব এই প্রতিবাদ্যে যশোরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। রবিবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার আবদুল হাকিম। অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) এর প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ।
ভ্যাট দিবসের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সেলিম শেখ। স্বাগত বক্তব্য দেন উপ—কমিশনার মেহেবুব হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া বিভাগীয় ডেপুটি ভ্যাট কমিশনার সুশান্ত পাল। অনুষ্ঠানে উৎপাদন, সেবা ও ব্যবসা তিনটি ক্ষেত্রে ২০২১—২২ অর্থবছরের জন্য ২৬টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো যশোর সদরের হোটেল জাবীর প্যারাডাইস লিঃ, যশোর শার্শার আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড, যশোর ঝিকরগাছার মেসার্স মোঃ আজিজুর রহমান, কুষ্টিয়ার মডার্ন প্লাইউড অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড, কুষ্টিয়া সদরের জয়দেব পাল এন্ড সন্স, কুষ্টিয়ার উপজেলা মোড়ের দিশা হোটেল এন্ড রেস্তোরা, গোপালগঞ্জ সদরের জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিঃ, মেসার্স কাজী সৈয়দ আলী, শরীফ ফার্ণিচার, চুয়াডাঙ্গা সদরের মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাঃ, মেসার্স সহিদুল হক মোল্লা, হোটেল সাহিদ প্যালেস, ঝিনাইদহ সদরের পিসকো ইংক কোং, ঝিনাইদহ কালীগঞ্জের এ আর ট্রেডার্স, ঝিনাইদহ সদরের জোহান ড্রিম ভ্যালী পার্ক এন্ড রিসোর্ট, নড়াইল সদরের কাস ট্রেড, নড়াইলের লক্ষ্মীপাশা লোহাগড়ার নিরিবিলি পিকনিক স্পট, ফরিদপুর সদরের শেফ ফুড ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর সদরের নকশী কাঁথা, সেরিন গার্ডেন, মাগুরার আড়পাড়া সীমাখালীর আরকে ডোর ইন্ডাঃ লিমিটেড, মাগুরা সদরের মেসার্স মুসলিমা এন্টারপ্রাইজ, পারনান্দুয়ালী, সুগন্ধা সুইট, মেহেপুর সদরের আল কাঈফ মটরস, বাসুদেব গ্র্যান্ড সন্স ও রাজবাড়ী সদরের মেসার্স নির্মল মিষ্টান্ন ভান্ডার।