ক্রীড়া ডেস্ক : দ্বিতীয় দিনের শেষ তিন ওভারে চারটি চার মারলো ভারত, তাতে করে ব্যবধান কমে দাঁড়ালো ২৯ রানে। তবে দিনটা অস্ট্রেলিয়ার। ট্র্যাভিস হেড ১৪১ বলে ১৪০ রানের দারুণ ইনিংস খেলেন। ৫৪ রান করে তাকে সমর্থন দেন মার্নাস লাবুশেন। তাতে করে অস্ট্রেলিয়া ১৫৭ রানের লিড নেয়।
পরে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড ভারতের টপ অর্ডারে ভাঙন ধরান। ১০৫ রানে ৫ উইকেট হারায় তারা। চতুর্থ ওভারে লোকেশ রাহুলকে (৭) ফেরান কামিন্স। যশস্বী জয়সাওয়াল (২৪) ও বিরাট কোহলিকে (১১) মাঠছাড়া করেন বোল্যান্ড। শুবমান গিল (২৮) ও রোহিত শর্মা (৬) হতাশ করেন।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রানে দিন শেষ করে ভারত। দুটি করে উইকেট নেন বোল্যান্ড ও কামিন্স।
এর আগে ১ উইকেটে ৮৬ রানে দিন শুরু করে অস্ট্রেলিয়া। নাথান ম্যাকসুইনি ও লাবুশেন ৩৮ ও ২০ রানে খেলতে নামেন।
দিনের শুরুতেই ম্যাকসুইনি (৩৯) ও স্টিভ স্মিথ (২) জসপ্রীত বুমরার শিকার হন। তারপর লাবুশেন ও হেডের ৬৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা।
এরপর নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়া উইকেট হারালেও হেডের সেঞ্চুরিতে স্বস্তি ফেরে।
বুমরা ও মোহাম্মদ সিরাজ চারটি করে উইকেট নেন।