নিজস্ব প্রতিবেদক : যশোরে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মতিথি উপলক্ষে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ফল ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোরের উদ্যোগে এই ফল বিতরণ করা হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজের নেতৃত্বে এই ফল বিতরণকালে উপস্থিত ছিলেন, ঢাকা ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যড়্গ ড.বিশ্বজিৎ ভাদুড়ী, অধ্যড়্গ স্বামী জ্যোতিস্ময়ানন্দ, স্বামী অমৃতপূর্ণানন্দ প্রমুখ।