নিজস্ব প্রতিবেদক : যশোরে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। যশোর শহরতলীর রামনগর সরদারপাড়ার ওসমান গণি গত সোমবার রাতে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেছেন। এই মামলার একমাত্র আসামি ইমরান হোসেন একই এলাকার মৃত সাহাবুদ্দিন মোল্যার ছেলে। তবে মামলা হলেও আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
বাদী ওসমান গণি মামলায় বলেছেন, আসামি ইমরানের সাথে তার ভাইপো রিফাত (১২)’র পূর্ব বিরোধ ছিল। সে কারণে ইমরান প্রায়ই মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিল রিফাতকে। গত সোমবার দুপুরে গোসল করে ফেরার পথে ইমরানের বাড়ির পিছনে আসা মাত্র রিফাতকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইমরান চলে যায়।
পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই মামলাটি দায়ের হলেও আসামি ইমরানকে আটক করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তপন কুমার নন্দী বলেছেন, আসামি ইমরানকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।