৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
স্যামসনের ম্যাচসেরা ইনিংসে প্রথম ম্যাচে জিতেছে ভারত।
স্যামসনের সেঞ্চুরি আর স্পিনারদের দাপটে জিতলো ভারত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষেই বারুদে ব্যাটিংয়ের নজির রেখেছিলেন সাঞ্জু স্যামসন। ভারতীয় ওপেনারকে একই রুপে দেখা গেলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টোয়েন্টিতে। তার বিস্ফোরক সেঞ্চুরিতে ভর করে চার ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের ৬১ রানে হারিয়েছে সফরকারীরা।

ডারবানে শুরুতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল প্রোটিয়া দল। তার পর ৮ উইকেটে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। জবাবে স্বাগতিকদের ১৭.৫ ওভারে ১৪১ রানে রুখে দিয়েছে সফরকারীরা।

ভারতের বড় পুঁজির অর্ধেকের বেশিটাই এসেছে স্যামসনের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে। ৫০ বলে ১০৭ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরাও তিনি। ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেওয়া স্যামসনের ইনিংসে ছিল ১০টি ছয় ও ৭টি চারের মার। স্ট্রাইক রেটও ছিল ২১৪। তাতে কীর্তিও গড়েছেন স্যামসন। ভারতের প্রথম ব্যাটার হিসেবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির নজির গড়েছেন। সার্বিকভাবে অবশ্য নজিরটি চতুর্থ।

স্যামসন ঝড়ে ১৫তম ওভারে দলটির স্কোর ছিল ২ উইকেটে ১৬৭। তখন মনে হচ্ছিল স্কোর দুইশও ছাড়িয়ে যাবে। কিন্তু ৩২ বলে ৬ উইকেটের বিনিময়ে ৩৫ রানই যোগ করতে পেরেছে তারা। সিমার মার্কো ইয়ানসন ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন। জেরাল্ড কোয়েটজে ৩৭ রানে নিয়েছেন ৩টি।

তার পর ভারতের লেগ স্পিনারদের ঘূর্ণিতে খেই হারায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বরুণ চক্রবর্তী ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন। তার মধ্যে ছিল হাইনরিখ ক্লাসেন (২৫) ও ডেভিড মিলারের (১৮) মতো বড় উইকেট। রবি বিষ্ণয়ও কম ছিলেন না। ২৮ রানে নিয়েছেন ৩টি। প্রোটিয়াদের ইনিংসে সর্বোচ্চ স্কোরই ছিল ক্লাসেনের।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram