একটি স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ দেশ হয়ে ওঠার জন্য বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ আর কখনও পেছনে ফিরে তাকাবে না, দেশ এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ্।
তিনি গতকাল গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে বাহিনীটির ৪৩তম জাতীয় সমাবেশ-এ প্রধান অতিথির ভাষণ দেয়ার সময় দেশবাসীকে এ আশার কথা শোনান।
সমাবেশে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তি প্রসারের যে পদক্ষেপ নিয়েছি, তাতে এই দেশ স্মার্ট বাংলাদেশ হবেই। সবার সম্মিলিত চেষ্টায় আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবো।’
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আশ্বাস মানে এখন আর শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তিনি যা বলেন তা যে আর শুধু রাজনৈতিক ‘বুলি’ নয়, সে কাজ করে তিনি তা দেখিয়েও দিয়েছেন। একসময় এদেশে যা স্বপ্ন মনে হতো, বঙ্গবন্ধুকন্যা হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে সেই কাজ করে দেখিয়ে দিয়েছেন; তিনি পারেন, বাংলাদেশের মানুষ পারে।
সুতরাং বাংলাদেশ যে একদিন সত্যিই স্মার্ট বাংলাদেশ হবে; দৃঢ়ভাবেই তা বিশ্বাস করা যায়। এজন্য যা প্রয়োজন তাহলো জাতির জনকের কন্যার হাতকে শক্তিশালী করা। দেশকে এগিয়ে নিতে, এ দেশের মানুষও অবশ্যই তার পাশে থাকবেন; এমনটা প্রত্যাশা আমাদেরও।