নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
স্থানীয় সরকার,পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বিজয়ের মাসে দেশকে ধ্বংস করতে স্বাধীনতা বিরোধী শকুনিচড়্গু বিএনপি-জামায়াত আবারও মরিয়া হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর স্বাধীন এই বাংলাদেশে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে আর ছাড় দেওয়া হবে না। যদি কোনো গোষ্ঠী শান্তি প্রিয় সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে আসে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে।
দেশব্যাপি বিএনপির নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরম্নদ্ধে মণিরামপুর উপজেলা যুবলীগ আয়োজিত বিড়্গােভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা বাড়িতে আগুন দেবে, গাড়িতে আগুন দেবে তাদের রক্ষা নেই।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এছাড়া বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স,ম আলা উদ্দীন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম, আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরম্নজ্জামান কামরম্নল, জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় প্রমুখ। সমাবেশ শেষে একটি বিড়্গােভ মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।