বিনোদন ডেস্ক : নির্মাতা অনম বিশ্বাস নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। বৃহস্পতিবার মধ্যরাতে এটি মুক্তি পাবে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে। এর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।
এ নিয়ে পরীর ভাষ্য এমন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এই সিরিজটি করার আগে স্বপ্ন ছিল ভালো গল্পের একটি কাজ দিয়ে ওয়েবে নাম লিখাব। আজ সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ’
বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে সুপ্তি ও প্রদীপের সুখের সংসার। কিন্তু তাদের এই সুখ খুব বেশি দিন স্থায়ী হয় না। প্রদীপের অতীত ইতিহাসের কারণে একদিকে তার গ্যাংয়ের লোকজন, অন্যদিকে পুলিশ তাকে খুঁজে বেড়ায়। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে স্বামীর সঙ্গে। এমনই গল্প নিয়ে এগিয়ে যাবে ‘রঙিলা কিতাব’।
এর আগে, গেল ২৯ অক্টোবর ‘রঙিলা কিতাব’র ট্রেলার প্রকাশিত হয়। সেখানে সুপ্তি চরিত্রে পরীমণিকে দেখে অবাক হয়েছেন অনেকে। এমন চরিত্রে, পরিণত অভিনয়ে এর আগে তাকে দেখা যায়নি।
এদিকে, মা হওয়ার পর এটাই ছিল পরীর প্রথম কাজ। ‘রঙিলা কিতাব’-এ কাজ করা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি আমার দিক থেকে সবাইকে বলব অনেক বেশি পছন্দ করবেন “রঙিলা কিতাব”। এর সুপ্তিকে অনুভব করতে হলে মনোযোগ দিয়ে সিরিজটি দেখতে হবে। তাই সবাইকে আমি অনুরোধ করব সুপ্তি চরিত্রকে হৃদয় দিয়ে অনুভব করে ওয়েব সিরিজটি উপভোগ করার জন্য। ’
পরীমণি আরও বলেন, ‘এটা সত্যি এই ওয়েব সিরিজ নিয়ে যখন আমার সঙ্গে কথা হয় তখন আসলে কোনো কাজ নিয়ে ভাবনার জায়গায় ছিলাম না আমি। কারণ আমার বাচ্চার বয়স তখন দেড় দুই মাস। এই সময় বাবুকে রেখে শুটিংয়ে যাব, এটা ভাবতেই পারিনি। কিন্তু সেই সময় থেকে এক বছর পরেও যে এই সুপ্তি চরিত্রটি আমার জন্য বরাদ্দ ছিল, এটা সত্যিই পরম সৌভাগ্য। আমার মনে হয় সুপ্তি চরিত্রটি আমি ঠিকঠাক মতো করতে পেরেছি, বাকিটা আসলে দর্শকই ভালো বলতে পারবেন। ’
সাত পর্বে মুক্তি পাবে সিরিজ ‘রঙিলা কিতাব’। কিঙ্কর আহসানের একই নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। এটি যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান।