ঝিকরগাছা পৌর প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা চালু হয়েছে মিড ডে মিল। গতকাল মঙ্গলবার ঝিকরগাছার পৌরসভার মোবারকপুর কলেজপাড়ায় অবস্থিত স্বপ্নলোকের ২য় ক্যাম্পাসে ৯৪ শিক্ষার্থীর মাঝে খিচুড়ি ও ডিম বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন। এ উপলক্ষে শিশুদের চকলেট কুড়ানো, বিস্কুট খেলা, বেলুন ফোলানোসহ নানা রকম খেলা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংস্থা যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক সফিয়ার রহমান, কবি ও অনুবাদক এবং পেন ফাউন্ডেশনের পরামর্শক টিপু সুলতান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, প্রোগ্রাম সমন্বয়কারী আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম, বিথী খাতুন ও মায়মুনা সুলতানা একা, কন্ঠশিল্পী আবুল হোসেন ও চম্পা নওরীন, মিউজিশিয়ান সমীর চক্রবর্তী ও বাবু, স্বেচ্ছাসেবক পাপিয়া সুলতানা তিশা, সোহেল রানা, শান্তাহার মিথি, তুষার প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেনের ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।