২রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরের বাগদা গ্রামের পূর্বপাড়ার গৃহবধূ পারুল হত্যা মামলায় স্বামী আবুল কালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক তাজুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবুল কালাম বাগদা গ্রামের পূর্বপাড়ার মৃত জামশেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৫ সালে আসামি আবুল কালাম সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর আদালীপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের মেয়ে পারুলকে বিয়ে করেন। আবুল কালাম প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পরে নূর বেগম নামে অপর এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন।

অভাবের সংসারের স্বামী—সতীনের সাথে প্রায় ঝগড়া হত পারুলের। পারুল কবিখার নিয়মিত শ্রমিক ছিলেন। মাসে তিনি ৩ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। ২০১৪ সালের ডিসেম্বর মাসের পারিশ্রমিকের ৩ হাজার টাকার মধ্যে ২ হাজার টাকা স্বামীকে দিয়ে বাকী টাকা পিতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠানের জন্য রেখে দেন পারুল।

এনিয়ে স্বামী—স্ত্রীর মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়। ২০১৫ সালের ১৬ জানুয়ারি রাতে আবুল কালাম এ টাকা নিয়ে স্ত্রী পারুলের সাথে ঝগড়া বাধান। একপর্যায়ে আবুল কালাম তার স্ত্রী পারুলকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি লাশ গোপন করার জন্য পুকুরে পানির ভিতর নারিকেল গাছের শিকড়ের মধ্যে ডুবিয়ে রাখে।

পরদিন খেঁাজাখঁুজির একপর্যায়ে আবুল কালামের স্বীকারোক্তিতে পারুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত পারুলের দুলাভাই যশোরের বাঘাপাড়ার আয়াপুর গ্রামের মোনছের সরদাল বাদী হয়ে ২৫ জানুয়ারি স্বামী আবুল কালাম ও তার ভাই আব্দুস সালামকে আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইখতেয়ার হুসাইন ঘটনার সাথে জড়তি আবুল কালামকে আটক করে আদালতে সোপর্দ করেন। আবুল কালাম তার স্ত্রীকে পারুলকে হত্যা করেছেন বলে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দেন। আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত খাকায় আবুল কালামকে অভিযুক্ত ও আব্দুল সালামের অব্যহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবুল কালাম কারাগারে আটক আছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram