নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব—১৯ ও জেলা ফুটবল দলের খেলোয়াড় আওরঙ্গজেব তার স্ত্রীকে ফিরে পেতে ও স্ত্রীর ভাইদের দেওয়া মামলা থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওরঙ্গজেব বলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া কেফায়েতনগর গ্রামের মৃত সামছুর রহমানের মেয়ে দোলন চাঁপার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর দীর্ঘদিন তারা নড়াইলে বাসা ভাড়া নিয়ে সংসার করেন। এরপর তাদের বিয়ের কথা স্ত্রীর চার ভাই আলাল, জালাল, জামাল ও কামাল জানতে পারলে স্ত্রী দোলন চাপাকে ডেকে নিয়ে ঘরবন্দি করে রাখেন এবং স্বামীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। অন্যদিকে স্বামী আওরঙ্গজেবকে বিয়ে অস্বীকার করতে হুমকি দেন।
এরপর স্বামী আওরঙ্গজেবের নামে পরপর দুটি মামলা করা হয়। তার স্ত্রীর ভাইদের দায়ের করা মামলা ছিল কাবিন জালিয়াতির। যার তদন্ত করেছে যশোর পিবিআই। পিবিআই রির্পোট আদালতে জমা দিলে তার স্ত্রীর ভাইয়েরা দ্বিতীয় চাঁদাবাজির মামলা দেয়, যেটা এখনো চলমান রয়েছে। কেবল মামলা করেই তারা থামেননি ফুটবলার আওরঙ্গজেবকে নিজের এলাকা ও সমাজের মানুষের নিকট অসম্মানিত করে এবং তার পরিবারের সদস্যদের এলাকা ছাড়ার জন্য ভাড়া করা মানুষ দিয়ে হুমকি দিয়েছেন। কিন্তু তারপরও তিনি নিজের বিবাহিত স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতী য়দলের খেলোয়াড় পিয়ারুজ্জামান পিরু, জেলা দলের ফুটবল ম্যানেজার মহিবুল হাসান ইমন, জেলা ফুটবলার ছোট বাবু, সরোয়ার সাইমন, ইকরামুল, শাহীন, রিমন বাবু প্রমুখ।