সমাজের কথা ডেস্ক : গত ২৪ ডিসেম্বর শুটিং সেটে আত্মহত্যা করেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। মুম্বাইয়ে শুটিং সেটের মেকআপ রুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ফ্যান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার ক্রা হয়। আসছে ৪ জানুয়ারি ২১তম জন্মদিন তুনিশার।
অথচ মেকআপের সময়ও তুনিশা ইনস্টাগ্রাম সচল ছিলেন। সেখানে ভিডিও পোস্ট করেছিলেন। যাতে সাইড ফেসের একটি ছবিও শেয়ার করেন। যাতে ক্যাপশনে লিখেছিলেন, ‘প্যাশনকে যারা ভালোবাসে তারা যেন কখনো নিজেদের সেই ইচ্ছাকে থামিয়ে না দেয়।’ এখন তার ইনস্টাগ্রামের ওই স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের প্রশ্ন, তাহলে স্ট্যাটাসেই কী কোনো রহস্য লুকিয়ে রয়েছে? তিনি প্যাশনকে আঁকড়ে ধরে বেঁচে থাকারই কেন পরামর্শ দিলেন?
এ ঘটনায় ওইদিন রাতেই অভিনেত্রীর মা মুম্বাই পুলিশের কাছে তুনিশার প্রেমিক ও সহকর্মী শেজান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে।