ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে শহিদুল ইসলাম (২০) নামে এক বখাটে যুবককে ৬মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মাদারীপুর জেলার কালকিনির নতুন চর দৌলতখান গ্রামের মো. মোয়াজ্জেম হাওলাদারের ছেলে। সে বর্তমানে ফকিরহাট এলাকায় খাবারের হোটেলের ব্যবসা করেন।
ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায় বলেন, সোমবার সকাল ১০টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্যাক্ত করে। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবগত করলে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারদ- প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বিধান কান্তি হালদার।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) বিধানকান্তি হালদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্যাক্ত করার অপরাধে তাকে ৬মাসের কারাদ- দেয়া হয়েছে। #