কঅভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে স্কুলছাত্রীকে প্রেমের প্র¯ত্মাব দিয়ে ব্যর্থ হয়ে বেস্নড দিয়ে জখম করা রম্নহান (২১) নামের সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) ভোররাতে উপজেলার ড্রাইভারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রম্নহান উপজেলার বুইকরা ড্রাইভারপাড়া এলাকার হ্য়াদারের ছেলে। আহত স্কুলছাত্রী নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বুইকরা পালপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে বুধবার বিকালে স্কুল ছুটির পর পায়ে হেঁটে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গরম্নহাটা এলাকায় পৌঁছালে অভিযুক্ত রম্নহান তাকে দাঁড়াতে বলে এবং প্রেমের প্র¯ত্মাব দেয়। প্র¯ত্মাবে রাজি না হলে রম্নহান ওই স্কুলছাত্রীর মাথার চুল ধরে কানের পাশে মুখম-লে বেস্নড দিয়ে ড়্গত করে তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর আহত স্কুলছাত্রীর বাবা বুধবার মধ্যরাতে রম্নহান ও তার সহযোগী উপজেলার গুয়াখোলা গ্রামের রবুর ছেলে ইমনসহ (২১) অজ্ঞাতনামা ৬/৭ জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ০১।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, রাতে নারী ও শিশু নির্যাতন মামলা দায়েরের পর প্রধান অভিযুক্ত রম্নহানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।