সমাজের কথা ডেস্ক : ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৮ নভেম্বর সকাল ৭টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
আরও পড়তে পারেন : প্রধানমন্ত্রীর আগমন : এমপি শাহিন চাকলাদারের মতবিনিময়
শেখ হাসিনা রোববার ঢাকা থেকে সরাসরি মদিনায় যান। সৌদি আরব সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি মহানবী (সা.) —এর রওজা মোবারক জিয়ারত করেন। রাতে তিনি মদিনা জেদ্দায় এবং জেদ্দা থেকে রাতেই যান মক্কা।
দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় জেদ্দা হিলটনে তিনি ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।
সৌদি আরবের জেদ্দায় ৬—৮ নভেম্বর অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে আয়োজন করে সৌদি আরব।